মুম্বাই সিটি থেকে এই ফুটবলারকে দলে টানল ডায়মন্ড হারবার

বর্তমানে কলকাতা ফুটবল লিগে দুরন্ত ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ময়দানের অন‌্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের…

Supratim Das Joins Mumbai City FC

বর্তমানে কলকাতা ফুটবল লিগে দুরন্ত ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ময়দানের অন‌্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলার এই ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে এই ফুটবল দল। ডায়মন্ড হারবারের হয়ে এদিন একটিমাত্র গোল করেছেন আকাশ হেমব্রম। প্রথমার্ধের প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময় আসে গোল। পরবর্তীতে উভয় দল বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত বদল হয়নি ম্যাচের ফলাফল।‌

যারফলে একটি গোলেই জয় পায় ছোটরা। সেই সুবাদে এবার গ্ৰুপ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই শক্তিশালী ফুটবল ক্লাব। তবে শুধুমাত্র এই প্রিমিয়ার ডিভিশন লিগ নয়। পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট তথা আইলিগে ও ভালো পারফরম্যান্স করতে মরিয়া অভিষেক ব্যানার্জির এই ফুটবল ক্লাব। সেইমতো অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। বিদেশি তারকাদের পাশাপাশি এক্ষেত্রে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় ভারতীয় ব্রিগেডের উপর। বিশেষ করে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের বেশকিছু ফুটবলারদের ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে দলের সঙ্গে।

   

বিশেষ করে শেষ কয়েক সপ্তাহের মধ্যেই একের পর এক দাপুটে ফুটবলারদেরকে দলের সঙ্গে যুক্ত করে ট্রান্সফার মার্কেটে যথেষ্ট প্রভাব ফেলেছে ডায়মন্ড হারবার। এবার সেই তালিকায় যুক্ত হলেন মুম্বাই সিটি এফসির যুব দলের ফুটবলার সুপ্রতিম দাস। উল্লেখ্য, গত মরসুমে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে একাধিক ফুটবল ম্যাচ খেলেছিলেন বছর কুড়ির এই তরুণ প্রতিভা। এমনকি দলের হয়ে গোল ও করেছিলেন তিনি। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএলে ও সুযোগ পেয়েছিলেন একটি ম্যাচে।

Advertisements

নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। হিসাব অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে মুম্বাই সিটি এফসির চুক্তি থাকলেও এবার লোন ডিলের মধ্য দিয়ে তাঁকে দলে টেনে নিল কিবু ভিকুনার ফুটবল ক্লাব। কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা জানিয়ে দেয় মুম্বাই শিবির।