মাত্র তিন বছরের যাত্রা। তবে এই স্বল্প সময়েই নিজেদের পরিচিতি গড়ে তুলেছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি এই ক্লাব এবার পা রাখতে চলেছে দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে। ১৩৪তম ডুরান্ড কাপে (Durand Cup 2025) প্রথমবার অংশগ্রহণ করতে চলেছে এই ক্লাব, আর সেই অভিষেক ম্যাচেই প্রতিপক্ষ কলকাতার অন্যতম শক্তিশালী দল মহামেডান স্পোর্টিং ক্লাব।
আগামী ২৮ জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এই মহারণ। শুরু থেকেই কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে চলেছে নবাগত ডায়মন্ড হারবার এফসি। কারণ ডুরান্ড কাপে গ্রুপ ‘বি’তে তাদের সঙ্গী হয়েছে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG), ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) ফুটবল দল। এই প্রতিযোগিতায় প্রথমবার নাম লেখানো ক্লাবের কাছে এটা এক ঐতিহাসিক সুযোগ, আবার এক বড় চ্যালেঞ্জও।
সোমবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজেদের ডুরান্ড কাপ যাত্রা ও পরিকল্পনার কথা জানাল ক্লাব। উপস্থিত ছিলেন ক্লাবের মুখ্য কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায়, কোচ কিবু ভিকুনা, দলের স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কোর্তাজা, ভারতীয় অভিজ্ঞ স্ট্রাইকার জবি জাস্টিন, মিডফিল্ডার গিরিক খোসলা এবং তরুণ প্রতিভা নরহরি শ্রেষ্ঠা।
জানা যায়, দলের নতুন বিদেশি তারকা লুকা মাজসেন (Luka Majcen) বর্তমানে ভিসার জন্য আবেদন করেছেন এবং শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে পারেন। এই প্রসঙ্গে আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, “লুকা মাজসেনের সঙ্গে ইতিমধ্যে চুক্তি হয়ে গিয়েছে। বর্তমানে সে ভিসার জন্য আবেদন করেছে। আশা করছি এক সপ্তাহের মধ্যে এসে যাবে। খেলবে কিনা সেটা কোচ ঠিক করবেন। যদি ফিট থাকে, তাহলে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারে। না হলে ডুরান্ড কাপের গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যোগ্যতা অর্জন করলে, দ্বিতীয় পর্বে ওকে খেলানো হবে।”
প্রসঙ্গত, গত মরসুমে আইএসএলের দল পাঞ্জাব এফসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মাজসেন। তার গোল করার দক্ষতা ডায়মন্ড হারবারের আক্রমণে আলাদা ছাপ ফেলতে পারে বলে মনে করছে ফুটবল মহল। দলের পরিকল্পনা প্রসঙ্গে কোচ কিবু ভিকুনা জানিয়েছেন, প্রতিটি ম্যাচেই কৌশলগত দিক থেকে পরিবর্তন আনা হবে। দলের লক্ষ্য শুধু অভিষেক নয়, শক্তিশালী দলগুলোর বিপক্ষে সম্মানজনক লড়াই করে নিজেদের ফুটবল দক্ষতা তুলে ধরা।
তিন বছরে রাজ্য লিগ ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে ভালো ফল করলেও ডুরান্ড কাপ এক সম্পূর্ণ ভিন্ন মানের প্রতিযোগিতা। ডায়মন্ড হারবারের ফুটবলারদের কাছে এটি শুধু বড় মঞ্চে খেলার সুযোগ নয়, বরং নিজেদের জাত চেনানোর আদর্শ প্ল্যাটফর্ম। তাই ফুটবলপ্রেমীদের নজর এখন যুবভারতীর ২৮ জুলাইয়ের ম্যাচে, যেখানে ইতিহাস লিখতে নামবে এক নবাগত দল ডায়মন্ড হারবার এফসি।
Diamond Harbour FC awaits for New Foreign Footballer Luka Majcen ahead of Durand Cup 2025