I-League: জবি জাস্টিনের গোল, শীর্ষে অভিষেক ব্যানার্জির দল

জারি রয়েছে ঘরোয়া ফুটবল। প্রচারের আলোকের বাইরে চলছে দেশের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, তৃতীয় ডিভিশনের আই লীগ (I-League)। পরপর ম্যাচ জিতে এখন শীর্ষে অভিষেক ব্যানার্জির দল ডায়মন্ড…

Diamond Harbour FC

জারি রয়েছে ঘরোয়া ফুটবল। প্রচারের আলোকের বাইরে চলছে দেশের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, তৃতীয় ডিভিশনের আই লীগ (I-League)। পরপর ম্যাচ জিতে এখন শীর্ষে অভিষেক ব্যানার্জির দল ডায়মন্ড হারবার এফসি।

আত্মপ্রকাশের পর থেকে সাড়া ফেলে দিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। কলকাতা ফুটবল লীগে ভালো ফলাফল করেছে দল। এবারের কলকাতা ফুটবল লীগে ডায়মন্ড হারবার এফসি ছিল খেতাব জয়ের দৌড়ে। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে পৌঁছে গিয়েছিল সুপার সিক্স রাউন্ডে। বেগ দিয়েছিল কলকাতার প্রধান ক্লাবগুলোকে।

CFL এর পর এবার আই লীগেও দাপট দেখাতে শুরু করেছে ডায়মন্ড হারবার এফসি। পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে ক্রম তালিকার শীর্ষে বাংলার এই ফুটবল দল। প্রতিযোগিতায় এই জায়গা ধরে রাখতে চাইবে কিবু ভিকুনার ছাত্ররা। দেশের সর্বোচ্চ স্তরে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ডায়মন্ড হারবার এফসি।

Advertisements

সম্প্রতি লীগের দ্বিতীয় ম্যাচে ডোয়াবা ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসি। বিরতির আগেই দুই গোল করে এগিয়ে গিয়েছিল দল। ৩৬ মিনিটে জবি জাস্টিনের করা গোলে লিড নিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। লিড দ্বিগুণ করেন আরিয়ান। দুই ম্যাচের পর দলের সংগ্রহ ৬ পয়েন্ট।