বোধনের দিনই লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল!

East Bengal vs Diamond Harbour CFL Clash Likely on October 14, Set to Be League Decider
East Bengal vs Diamond Harbour CFL Clash Likely on October 14, Set to Be League Decider

বোধনের দিনই সুখবর ইস্টবেঙ্গল শিবিরে। একদিকে যখন ইন্ডিয়ান সুপার লিগে মরশুমের শুরু থেকে টানা চার ম্যাচ হেরে লিগ টেবিলের সবার তলানিতে গিয়ে ঠেকেছে লাল-হলুদ শিবির। তখনই কলকাতা ফুটবল লিগে মশালের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে তুলল ক্লডিয়াস সরণির এই ক্লাব। যদিও মশাল ব্রিগেডের লিগ চ্যাম্পিয়ন হওয়ার পিছলে ঘটে গেল একাধিক নাটকীয় ঘটনা।

বোধনের দিনই কুককে টপকে শেকড় থেকে শিখরে পৌঁছালেন রুট

   

ঘটনার শুরু ২০ সেপ্টেম্বর কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) অনুষ্ঠিত হয় ‘মিনি ডার্বি’ কেন্দ্র করে। সেদিন কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোটিং ক্লাব। ম্যাচ শেষ হতেই উত্তাপ বাড়তে শুরু করে বাংলা ফুটবলে। সুপার সিক্সের এই ম্যাচে সম্পূর্ণ সময় শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল উভয়পক্ষকে। কিন্তু পরবর্তীতে বদলে যায় গোটা পরিস্থিতি।

IFA শুধু ইস্টবেঙ্গলের অভিভাবক? খোঁচা কুণাল ঘোষের

আইএফএ-র (IFA) নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ৯০ মিনিটের জন্য মাঠে ৪ জন করে ‘ভূমিপুত্র’ খেলাতে হবে। তবে ইস্টবেঙ্গলের (East Bengal) অভিযোগ তাঁদের বিপক্ষে ম্যাচে সেই নিয়ম মানেনি মহামেডান এসসি। বিধি ভঙ্গের অভিযোগ তুলে আইএফএ-তে অভিযোগ জানিয়েছিল ক্লাব। এই নিয়ে গতকাল আইএফএ-এর ডিসিপ্লিনারি কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় আইএফএ-এর নিয়ম লঙ্ঘন করেছে মহামেডান। তাই ম্যাচের সম্পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া হয় লাল-হলুদ ব্রিগেডকে। যার ফলে কলকাতা ফুটবল লিগ জয়ের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের।

এএফসি ইস্যুতে পাল তোলা নৌকার পাশে ভারতের প্রাক্তনীরা

তবে এক্ষেত্রে আবেদন করতে হয় ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যে। এক্ষেত্রে তা হয়নি। সেই কারণে আইএফএ ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর জানিয়েছন মহমেডান (Mohammedan SC) কর্তারা। তবে এর মধ্যেও ঘটল বিপত্তি,আইএফএ-এর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে কলকাতা লিগ (Calcutta Football League) থেকে নাম তুলে নিল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbor FC)। জানা গিয়েছে,নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে আইএফএর কাছে চিঠি দেবে ক্লাব কর্তৃপক্ষ। ১৪ অক্টোবর ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নামার কথা ছিল সদ্য আই লিগ তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়া ডায়মন্ড হারবার এফসি। ফলে এই ম্যাচ না হলে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এবার শুধু আইএফএ-এর তরফে সরকারি ভাবে ঘোষণার অপেক্ষা। তাহলে ২০১৭ সালের পর ফের ক্লডিয়াস সরণির এই ক্লাবে আসবে কলকাতা লিগের চ্যাম্পিয়ন ট্রফি।

ফুটবল ছেড়ে এবার পানীয় সংস্থার হয়ে কাজ করেবন ক্লপ

আর তা নিয়েই ক্ষুব্ধ হয়ে ডায়মন্ড হারবার এফসির অভিযোগ কলকাতা লিগে ব্যাপক নোংরামি করছে আইএফএ। এই নিয়ে আগেই ক্লাবের সাধারণ সম্পাদক মানস ভট্টাচার্য জানিয়েছিলেন, “আইএফএ যে সিদ্ধান্ত নিয়েছে মহামেডান এর বিরুদ্ধে তাতে আমাদের ভাবতে হবে, এর পরে সত্যই আর কলকাতা লিগে খেলা উচিত নয়। ক্লাবের প্রতিষ্ঠাতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরো বিষয়টা জানিয়েছি। উনি যা সিদ্ধান্ত নেবেন, সেটাই চূড়ান্ত হবে।”

ইরানকে ঠান্ডা করতে বাংলাই ভরসা, ইচ্ছাপুরে সেনা পাঠাল ইজরায়েল

অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ জানাতে নজির বিহীন সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান শিবির। আসন্ন আইএফএ শিল্ডে অংশ নেবে না তাঁরা। এই নিয়ে ইতিমধ্যে আইএফএকে একটি চিঠি দিয়েছে বলে জানিয়েছেন বাগান সচিব দেবাশীষ দত্ত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleফুটবল ছেড়ে এবার পানীয় সংস্থার হয়ে কাজ করবেন ক্লপ
Next articleঅনশনের ৪ দিনের মাথায় জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক সরকারের
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।