Tuesday, October 14, 2025
HomeSports Newsকাস্টমসের বিপক্ষে বড় ব্যবধানে জয় ডায়মন্ড হারবার এফসির

কাস্টমসের বিপক্ষে বড় ব্যবধানে জয় ডায়মন্ড হারবার এফসির

কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) সুপার সিক্সে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbor FC)। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার বিকেলে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে খেলতে নেমেছিল কিবু ভিকুনার ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল বিশ্বজিত ভট্টাচার্যের ক্যালকাটা কাস্টমস দল। নির্ধারিত সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় রাজু গায়কওয়াড়রা। দলের হয়ে এদিন গোল করেন যথাক্রমে রাহুল পাসোয়ান, জবি জাস্টিন, গিরীক খোসলা এবং নরহরি শ্রেষ্ঠা।

Advertisements

এই জয়ের ফলে কলকাতা ফুটবল লিগ জয়ের লড়াইয়ে যথেষ্ট সক্রিয় হয়ে উঠলো ডায়মন্ড হারবার এফসি। উল্লেখ্য, এই ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্বক মেজাজে খেলতে দেখা গিয়েছিল দুই দলকে। প্রথম দিকেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিল কাস্টমস ফুটবল দল। কিন্তু তা কাজে লাগানো সম্ভব হয়নি। তারপর সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ করতে শুরু করে জবি জাস্টিনরা। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দক্ষতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি । তারপর প্রথমার্ধের শেষলগ্নে আসে গোল। প্রতিপক্ষের গোলে বল ঠেলে দেন রাহুল পাসোয়ান। সেই গোলের ব্যবধানেই এগিয়ে থাকে কিবু ভিকুনার দল।

Advertisements

তারপর দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের চাপ বাড়াতে শুরু করে ডায়মন্ড হারবার এফসি। যা সামাল দিতে গিয়ে একটা সময় নাজেহাল পরিস্থিতি দেখা দেয় ক্যালকাটা কাস্টমসের। সময় এগোনোর সাথে সাথেই আক্রমণ প্রতিআক্রমণে জমজমাট হয়ে ওঠে ম্যাচ। মাঝে একবার বল জালে জড়াতে সক্ষম হলেও অফসাইদের কবলে পড়ে বাতিল হয়ে যায় সেই গোল। কিন্তু ক্রমশ আক্রমণ শানাতে শুরু করে প্রতিপক্ষ দল। নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত ব্যবধান বাড়ানো সম্ভব না হলেও ৯১ মিনিটের মাথায় গোল করে যান জবি জাস্টিন।

যারফলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। কিন্তু সেখানেই শেষ নয়। ৯৩ মিনিটের মাথায় আসে তৃতীয় গোল। এবার গোল পেলেন গিরীক খোসলা। তারপর কাস্টমসের বিপক্ষে দলের হয়ে শেষ গোল করেন নরহরি শ্রেষ্ঠা।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments