চার গোলে জিতল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে জিতেছে দল। সুন্দর, গোছানো সল্টলেকের সেন্ট্রাল পার্কের মাঠে উপভোগ্য খেলা উপহার দিয়েছে ডায়মন্ড হারবার।
আরও পড়ুন: DHFC: লিগ শুরুর আগেই দৌড়চ্ছে অভিষেকের ডায়মন্ড, নজর কাড়লেন আশীষ দেওয়ান
হাওড়া ইউয়নের বিরুদ্ধে শুরু থেকে গোল তুলে নেওয়ার রাস্তা বেছে নিয়েছিলেন কিবু ভিকুনা। তবে অচেনা প্রতিপক্ষকে প্রথমে পরখ করে নিয়ে। হাওড়া ইউনিয়নের দলে পরিচিত মুখের আধিক্য নেই। মূলত প্রতিভার ওপর ভরসা করে দল গড়া হয়েছে। গ্রাম বাংলার প্রচুর ছেলে রয়েছেন স্কোয়াডে।
আরও পড়ুন: Mamata Banerjee: অভিষেকও দিল্লিতে সফরসঙ্গী, মোদীর ঘরে মমতার বিশেষ একান্ত বৈঠক
হাওড়া ইউনিয়নের মতো ডায়মন্ড হারবার ক্লাবেও রাজ্যের বিভিন্ন প্রান্তের ফুটবলাররা রয়েছেন। সেই সঙ্গে দলে রাখা হয়েছে অভিজ্ঞ খেলোয়াড়দের। যার ফল পাওয়া যাচ্ছে হাতেনাতে। এই ম্যাচে অভিজ্ঞতার সঙ্গে গতির মিশেলে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করা ছিল শুধু সময়ের অপেক্ষা। বিরতির বাঁশি বাজার ঠিক আগে এক গোলে ডায়মন্ড হারবারকে এগিয়ে দিয়েছিলেন সফিক।
আরও পড়ুন: Biplab Chatterjee: আমি বুদ্ধিজীবী না বুদ্ধুজীবী, মমতা সরকারকে কড়া আক্রমণে বিপ্লব
সফিক এদিন জোড়া গোল করেছেন। ৫৩ করা তাঁর দ্বিতীয় গোলটি দেখার মতো। রাইট উইং থেকে ভেসে আসা বল মাটিতে পড়ার আগেই চকিতে শট। তার আগেই অবশ্য ২-০ গোলে এগিয়ে গিয়েছিল হারবার। দলের হয়ে গোল চারটি করেছেন – সফিক (৪৫+৪, ৫৩ ), অনন্ত (৪৯), বিক্রমজিত (৮৭)।
আরও পড়ুন: SSC Scam: চাকরি দিতে আলাদা কোটা ছিল অর্পিতার, ইডি জেরায় চাঞ্চল্যকর তথ্য
এর আগের খেলায় একেবারেই ভালো খেলতে পারেনি ডায়মন্ড হারবার। কাদা মাঠে তাদের খেলা জমাট বাঁধেনি সে’দিন। অনুশীলনীর বিরুদ্ধে হয়েছিল গোল শূন্য ম্যাচ। হাওড়া ইউনিয়নের বিরুদ্ধে একপেশে ম্যাচে ডায়মন্ড হারবার জিতল ৪-০ গোলে।