সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই কোনও না কোনও ভিডিয়ো পোস্ট করেন চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী (Dhanshree)। এবারও একটি ভিডিয়ো প্রকাশ পেয়েছে ধনশ্রী এবং চাহালের। তবে এবার তাঁদের সাথে দেখা গেছে রয়্যালসের অন্যতম সফল ব্যাটসম্যান বাটলারকেও। যেখানে দেখা যাচ্ছে নিজের আঙুলের তালে চাহাল ও বাটলারকে নাচাচ্ছেন ধনশ্রী।
আসলে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল অপারশক্তি খুরানার একটি গান। সেই ভিডিয়োতে চাহালের স্ত্রীকেও দেখা গিয়েছিল। ‘বাল্লে নি বাল্লে’ এই গানে অপারশক্তি খুরানার সঙ্গে অভিনয় করতে দেখা গেছে ধনশ্রীকে। সেই গানেই এবার যুজবেন্দ্র চাহাল এবং জোস বাটলারকে নাচালেন চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা।
নাচের শেষে দুই তারকা ক্রিকেটারই পড়ে যান। তাদের নাচের তাল দেখে ভক্তেরা বেশ মজা পেয়েছেন। রাজস্থান রয়্যালসের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা এই ভিডিয়োতে যুজবেন্দ্র এবং বাটলারকে নাচতে দেখা যাচ্ছে। যার কোরিওগ্রাফ করেছেন চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা। ভক্তরা এই ভিডিয়োটিকে খুব পছন্দ করছেন। নিজের আঙুলের তালে যুজবেন্দ্র চাহাল এবং জোস বাটলারকে নাচালেন চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা।
২০২২ আইপিএলে রাজস্থান রয়্যালসের এই দুই তারকা কমলা টুপি ও বেগুনি টুপির লড়াইয়ে শীর্ষস্থান দখল করছে। রাজস্থানের এই দলও চলতি মরশুমে দারুণ খেলছে। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কিছু না কিছু করছেন এই দলের তারকারা। এবার ভক্তদের জন্য প্রথমবার একসঙ্গে ডান্স করতে দেখা গেল যুজবেন্দ্র চাহাল ও জোস বাটলারকে।