HomeSports Newsবিবাহবিচ্ছেদের পর ফের নতুন জীবনের পথে তারকা ক্রিকেটারের প্রাক্তন স্ত্রী!

বিবাহবিচ্ছেদের পর ফের নতুন জীবনের পথে তারকা ক্রিকেটারের প্রাক্তন স্ত্রী!

- Advertisement -

ভারতীয় লেগ স্পিনার (Indian Cricket Team) যুজবেন্দ্র চহালের (Yuzvendra Chahal) প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanashree Verma) আবারও শিরোনামে। একসময় তাঁদের বিয়ে নিয়ে নানা বিতর্ক, কটাক্ষ আর গুজবে সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়া। কেউ বলেছিলেন, এই বিয়ে নাকি ‘ভুয়ো’, কেউ আবার তাঁকে সরাসরি ‘গোল্ড ডিগার’ বলে আক্রমণ করেছিলেন। আর সেই সব অভিযোগ, চুপচাপ সহ্য করার পর এবার মুখ খুললেন ধনশ্রী। শুধু তাই নয়, আবার বিয়ের ইচ্ছাও প্রকাশ করলেন প্রকাশ্যে।

ধনশ্রী ও চহালের ডিভোর্স হয়েছে ২০২৫ সালের ২০ মার্চ। তার আগে প্রায় দেড় বছর তাঁরা আলাদা ছিলেন। গুঞ্জন উঠেছিল, ধনশ্রী নাকি খোরপোষ হিসেবে চহালের থেকে ৬০ কোটি টাকা দাবি করেছিলেন। যদিও তাঁর পরিবার এই খবর পুরোপুরি মিথ্যে বলে উড়িয়ে দেয়। তবে এটা সত্যি যে, খোরপোষ দাবি করেছিলেন তিনি। শেষ পর্যন্ত যা স্থির হয় তা হল, চহালকে দিতে হয়েছে প্রায় ৪ কোটি ৭৫ লক্ষ টাকা।

   

সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ধনশ্রী জানিয়েছেন, “আমরা সকলেই জীবনে ভালবাসা চাই। কে না চায় ভালবাসা পেতে? কখনও কখনও ভালবাসাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তবে আগে নিজেকে ভালবাসা দরকার।” তিনি আরও বলেন, “আমার পরিবার চায় আমি আবার কাউকে খুঁজে নিই। বন্ধুরাও চায় আমি যেন সুখী হই। আমরা সকলেই ভালবাসার জন্য ক্ষুধার্ত।”

তবে সেই ভালবাসার পথে তাঁর জীবনের প্রথম অভিজ্ঞতা সুখকর ছিল না। তিনি বলেন, “ব্যক্তিগত জীবন আমরা প্রকাশ্যে আনতে চাই না, তার কারণ আছে। যে যেমন ভাবে দেখছে, সে তেমন ভাবেই বিচার করছে। একটা সময়ে সবাই আমাকে দোষী বানাতে উঠেপড়ে লেগেছিল। এমনকি ডিভোর্সের দিন যে টি-শার্ট পরে এসেছিলেন চহাল, তা নিয়েও আমাকে খোঁচা দেওয়া হয়েছিল।”

প্রসঙ্গত, চহাল ওই দিন যে কালো টি-শার্ট পরে এসেছিলেন, তাতে লেখা ছিল— “Be your own sugar daddy”। অনেকেই মনে করেন, এটি একটি পরোক্ষ বার্তা ছিল ধনশ্রীর উদ্দেশে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন ধনশ্রী। তিনি বলেন, “টিশার্ট পরে দেখানোর কী দরকার ছিল? একটা হোয়াটসঅ্যাপ করলেই হতো। সবাই জানে লোকে মেয়েদেরই দোষ দেয়। আমিও জানতাম, সেই দোষ আমার ঘাড়েই আসবে।”

তবে চহালও থেমে থাকেননি। পরে এক পডকাস্টে তিনি বলেন, “আমি কোনও নাটক করতে চাইনি। শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম। কাউকে দোষারোপ করতে চাইনি, কিন্তু একটা সীমা থাকে। অনেক কিছু বলা হচ্ছিল আমার বিরুদ্ধে। তখন মনে হল, এবার থামার সময় এসেছে।”

সবকিছুর পর ধনশ্রী এখন ভবিষ্যতের দিকে তাকাতে চান। তিনি বলেন, “আমি ভূতে ভয় পাই না, অন্ধকারে ভয় পাই না। এখন একমাত্র ভয় পাই পডকাস্টে! যেখান থেকে যে কেউ যেকোনো কিছু বলে দিতে পারে।” ডিভোর্সের দিন আবেগে ভেঙে পড়ার কথাও স্বীকার করেছেন ধনশ্রী। তিনি বলেন, “আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম, তবুও শেষ মুহূর্তে আবেগ চেপে রাখতে পারিনি। চিৎকার করে কাঁদতে শুরু করেছিলাম। কী যেন একটা ভেতরে ভেঙে পড়ছিল।”

Dhanashree Verma Is Open To Love Again After Divorce From Indian Cricket Team player Yuzvendra Chahal

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular