Mohammedan : বিস্ফোরণের পর মহামেডান ক্লাবে অগ্নিকাণ্ড, ভিতরেই ছিলেন তারকা ফুটবলার

মহামেডান (Mohammedan) ক্লাবে অগ্নিকাণ্ড। ট্রান্সফর্মারের বিস্ফোরণের পর আগুন লেগে যায় তাঁবুর একদিকে। জানা গিয়েছে, সেই সময় ভিতরেই ছিলেন দলের বিদেশি তারকা সোলেমান দিয়াবাতে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি বাংলাদেশের (Bangladesh) ঢাকায় (Dhaka) অবস্থিত মহামেডান স্পোর্টিং ক্লাবে।

বাংলাদেশে এই অগ্নিকাণ্ডের খবর পৌঁছেছে কলকাতাতেও। চিন্তায় কলকাতার সাদা কালো শিবির। এপার বাংলার ক্লাব কর্তারা ফোনে খবর নিয়েছেন ওপর বাংলার ক্লাবে। বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটলেও আশঙ্কায় রয়েছেন ঢাকা মহামেডান ক্লাবের কর্তারা। 

   

সংবাদ মাধ্যমে প্রকাশ, আগুন লাগার সময় ক্লাবের ভিতরে ছিলেন মালির ফুটবলার সোলেমান দিয়াবাতে। তখন ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় ক্লাবে উপস্থিত কর্মীদের সাহায্যে দ্রুত বের করে নিয়ে আসা হয় তাঁকে। 

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় সেখানকার পুলিশ। রাতেই সেখানে হাজির হন ক্লাবের সভাপতি। নিরাপত্তার খাতিরে ঘিরে রাখা হয় রাস্তার কিছুটা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন