দেবজিতের চোট ! তেকাঠির নিচে ফিরতে চলেছেন এই ফুটবলার

ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) নতুন মরশুমের শুরুতেই তিন ম্যাচে কঠিন লড়াই দিয়েও ব্যর্থ ইস্টবেঙ্গল (East Bengal FC)। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে কেরালা…

দেবজিতের চোট ! তেকাঠির নিচে ফিরতে চলেছেন এই ফুটবলার

ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) নতুন মরশুমের শুরুতেই তিন ম্যাচে কঠিন লড়াই দিয়েও ব্যর্থ ইস্টবেঙ্গল (East Bengal FC)। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স হোক কিংবা এফসি গোয়া। প্রত্যেক ম্যাচেই শেষেই ফলাফল হতাশ করেছে সমর্থকদের। বর্তমানে লিগ টেবিলের সবার নিচে এসে ঠেকেছে লাল-হলুদ ব্রিগেড। এই খারাপ পরিস্থিতির মধ্যেই হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। এসবের মধ্যে আগামী ৫ অক্টোবর ক্লেন্টনদের রয়েছে চতুর্থ ম্যাচ। আসন্ন অ্যাওয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বী শক্তিশালী জামশেদপুর এফসি। লক্ষ্য একটাই ম্যাচ শেষে লিগ টেবিলে নিজেদের স্থান পরিবর্তন করা।

খালিদ জামিলের জামশেদপুরের বিরুদ্ধে লড়াইটা খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করা বিনো জর্জ। গত কয়েকদিন ধরে তাঁর তত্ত্বাবধানে অনুশীলন করছে গোটা দল। এর মধ্যে বৃহস্পতিবার অনুশীলনে যোগ দিলেন না, এই মরশুমে দলে আসা গোলরক্ষক দেবজিৎ মজুমদার। শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে মরুশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। এই ম্যাচেই তাঁর ডান হাতের আঙুলে চোট লাগে। তারপর থেকেই দল থেকে শুরু করে সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে গোলের সামনে দায়িত্ব কার। আবার কি দায়িত্ব পাবেন এতদিন তেকাঠির নীচে দায়িত্ব পালন করে আসা গিল।

Advertisements

বৃহস্পতিবার দলের অনুশীলনে দেবজিতের যোগ না দেওয়ায় আরও জোড়াল হল এই প্রশ্ন। দলীয় সূত্রে জানা গিয়েছে শনিবার জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামতে দেখতে পাওয়া যাবে গিলকে। পাশাপাশি বুধবার থেকে অনুশীলনে যোগ দিয়েছেন সাউল ক্রেসপো। আগামী জামশেদপুর ম্যাচে জয় পেতে মুখিয়ে সকলেই।