East Bengal club: ময়দানে লাল-হলুদ জার্সিতেই দেখা যাবে দেশহর্ন ব্রাউনকে

Deshorn Brown ,East Bengal club, East Bengal

দেশহর্ন ব্রাউনের ইস্টবেঙ্গলে (East Bengal club) আসা একপ্রকার পাকা। খুব শীঘ্রই ইমামির সাথে চুক্তি হতে চলেছে লাল হলুদ শিবিরের।আর তারপর’ই ব্রাউনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ।

Advertisements

সম্প্রতি ক্লাবের তরফে এনওসি দেওয়া হয়েছে ইমামি’কে।সূত্রের খবর অনুযায়ী নতুন কোম্পানির নাম হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড।

   

নিঃসন্দেহে ব্রাউন আসায় ধারালো হবে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ।শেষ দুই মরসুম যদি লাল হলুদের পারফরম্যান্স দেখলে একটা বিষয় সম্পর্কে স্পষ্ট হওয়া যায়,একজন গোল করিয়ে ফুটবলারের অভাব আছে দলে।

এই জামাইকান ফুটবলার ২০২০ সালে যোগ দেন বেঙ্গালুরু এফসি’তে।ফর্মে ছিলেন না,১৭ টা ম‍্যাচে করেছিলেন তিনটে গোল।এরপর তাকে রিলিজ করে দেন বেঙ্গালুরু।এরপর নর্থ ইস্টে যোগ দিয়ে ফর্ম ফিরে পান।এরপরের মরশুমে চোট পেলেও ৭ টি গোল করেছিলেন তিনি।আছে একটি হ‍্যাটট্রিক‍।

এর আগে ডেস মইন্স মেনাস, রিডিং ইউনাইটেড, কলোরাডো রাপিডস, ভ্যালেরেংগ্রা ফুটবল, সেজেন এফসি, ট্যাম্পা বে রোভার্স, ডিসি ইউনাইটেড, লোরকা, ওকলাহামা সিটি এনার্জি-র মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements