কিছু সপ্তাহ আগেই শেষ হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। শেষ কয়েক সিজনের মতো যেখানে এবার ও দাপট থেকেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। শুরুটা খুব একটা ভালো না হলেও সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। স্বাভাবিকভাবেই আগের মরসুমের মতো টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল মেরিষার্সরা। পরবর্তীতে তাঁদের সাথেই সমানভাবে লড়াই করতে শুরু করেছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়া। যারফলে অনেকেই মনে করেছিল যে শিল্ড জয়ের ক্ষেত্রে হয়তো গোয়ার মত শক্তিশালী দলকে আটকাতে হবে বাগান ফুটবলারদের।
Also Read | ইন্টার কাশীর এই ডিফেন্ডারের দিকে নজর আইএসএলের বহু ক্লাবের
কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি গোয়ার এই ছন্দ। শেষের দিকে বেশ কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করার ফলে হাতের বাইরে চলে যায় সেই খেতাব। অপরদিকে, প্রতিপক্ষ দলগুলি তুলনায় বিরাট পয়েন্টের পার্থক্যে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিল্ড জয় করে মোহনবাগান। এক কথায় যা বিরাট চমক। তবে এই খেতাব হাতছাড়া হলেও ইন্ডিয়ান সুপার লিগের লিগ কাপ জয়ের স্বপ্ন ছিল এফসি গোয়া থেকে শুরু করে সার্জিও লোবেরার ওডিশা সহ পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির। কিন্তু সেমিফাইনালের অনবদ্য লড়াই বদলে দেয় সমস্ত কিছু।
অল্পের জন্য সুপার সিক্স থেকে ছিটকে যেতে হয়েছিল ওডিশা দলকে। পরবর্তীতে মুম্বাই সিটি এফসি পেট্র ক্র্যাটকির দৌলতে এবার শেষ ছয়ের মধ্যে স্থান করে নিলেও ছিটকে যেতে হয়েছিল প্রথম নক আউট ম্যাচে। পরবর্তীতে সেমিফাইনালে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এফসি গোয়া। শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসি লড়াই করলেও কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত জেমি ম্যাকলারেনের গোলে ট্রফি জয় করে মোহনবাগান। যারফলে এক সিজনে জোড়া ট্রফি জয় করে সবুজ-মেরুন। ভারতীয় ক্লাব ফুটবলে এই অনন্য সৃষ্টি করেন স্প্যানিশ কোচ জোসে মোলিনা। তবে ম্যাচ জয়ের পরিপ্রেক্ষিতে দেখলে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে মুম্বাই সিটি এফসির প্রাক্তন কোচ ডেস বাকিংহাম (Des Buckingham)।
Also Read | আইলিগের এই ফরোয়ার্ডকে নিতে মরিয়া লাল-হলুদ, আসরে আরও তিন ক্লাবের
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আগের বছর মুম্বাই দলের দায়িত্ব ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন এই ব্রিটিশ কোচ। পরবর্তীতে সেখানকার ক্লাবের দায়িত্ব নিলেও ভারতীয় ক্লাব ফুটবলে তাঁর জয়ের পরিসংখ্যান আজ ও সবার উপরেই। হিসাব বলছে মুম্বাই সিটি এফসির হয়ে ৪৭টি ম্যাচ খেলিয়েছিলেন তিনি। যার মধ্যে রয়েছে ২৭টি জয়। সাফল্যের পরিসংখ্যান ৫৭.৪৫ শতাংশ। তাঁর পরেই রয়েছেন বাগান কোচ জোসে মোলিনা। এখনও পর্যন্ত দলকে খেলিয়েছেন ৪৪টি ম্যাচ। যার মধ্যে রয়েছে ২৪টি জয়। সাফল্যের হার ৫৪.৫৫ শতাংশ। তৃতীয় স্থানে মানোলো মার্কুয়েজ। ১১৬টি ম্যাচের মধ্যে ৬০টি জয়। সাফল্যের হার ৫১.৭২ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছেন মুম্বাইয়ের বর্তমান কোচ পেট্র ক্র্যাটকি। ৪৪টি ম্যাচের মধ্যে তাঁর রয়েছে ২২টি জয়। সাফল্যের হার ৫০ শতাংশ।