Dempo Sports Club: প্রায় ৯ বছর পর আই লিগে ফিরল ডেম্পো

গোয়ান ফুটবলের জন্য সুখবর। প্রায় এক দশক পর আই লিগে ফিরলে ডেম্পো (Dempo Sports Club)। শনিবার আই লিগ ২-এ দ্বিতীয় স্থান চূড়ান্ত করতে পেরেছে ডেম্পো।…

Dempo Sports Club

গোয়ান ফুটবলের জন্য সুখবর। প্রায় এক দশক পর আই লিগে ফিরলে ডেম্পো (Dempo Sports Club)। শনিবার আই লিগ ২-এ দ্বিতীয় স্থান চূড়ান্ত করতে পেরেছে ডেম্পো।

Advertisements

এদিন সুদেভা দিল্লির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল গোয়া। পাঁচবার আই লিগ সেরা হওয়ার নজির রয়েছে ডেম্পোর কাছে। ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্লাব। ডেম্পো যখন ফর্মের শিখরে ছিল তখন দেশের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট ছিল আই লিগ। ভারতীয় ফুটবল প্রেমীরা আজ তাকিয়ে ছিলেন এই ম্যাচের দিকে। পুরাতন দিল্লির অনাচাকাচে তখন স্মৃতি রোমন্থন।

বিজ্ঞাপন

ম্যাচের ২৪ মিনিটে গোল করে সুদেভা দিল্লিকে এগিয়ে দিয়েছিলেন রমেশ ছেত্রী। অন্য দিকে বিরতির আগেই জোড়া হলুদ কার্ড দেখেছিল ডেম্পো। করতে হয়েছিল একটি পরিবর্তন। এই পরিবর্তন ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। ৩৭ মিনিটে মাঠে নামা লক্ষ্মীমান রানে সমতায় ফেরানো ডেম্পোকে। মাঠে নামার মিনিট দশেকের মধ্যেই করে ছিলেন গোল। ৫৮ মিনিটে ডেম্পোকে এগিয়ে দেন রাহুল কুমার পাশোয়ান। ৬৮ মিনিটে জয় সূচকে গোল। গোল দেন শুভম রওয়াত।

সুদেভাকে হারিয়ে দ্বিতীয় স্থান ও আই লিগ খেলার টিকিট নিশ্চিত করেছে ডেম্পো। ১৪ ম্যাচে প্রাপ্ত পয়েন্ট ২৭। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু।