দিল্লী ছেড়ে নেপালের ফুটবল লিগে খেলতে চলেছেন এই তারকা ফরোয়ার্ড

চলতি ফুটবল মরসুমের শুরু থেকেই ছন্দে নেই দিল্লী এফসি (Delhi FC)। বহু প্রত্যাশা নিয়ে এবারের আইলিগ শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।‌ প্রথম ম্যাচেই…

Stephane Binong

চলতি ফুটবল মরসুমের শুরু থেকেই ছন্দে নেই দিল্লী এফসি (Delhi FC)। বহু প্রত্যাশা নিয়ে এবারের আইলিগ শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।‌ প্রথম ম্যাচেই তাঁদের পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে শক্তিশালী নামধারী এফসির সঙ্গে। তারপর দ্বিতীয় ম্যাচ থেকে জয়ে পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি হিমাংশু জ্যাংড়াদের পক্ষে। বিরাট বড় ব্যবধানে তাঁদের পরাজিত হতে হয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী ফুটবল দলের কাছে। তারপর লড়াই করে ও পরাজিত হতে হয়েছিল রিয়াল কাশ্মীরের কাছে। তিন ম্যাচে হোঁচট খাওয়ার পর জয়ের মুখ দেখেছিল দিল্লী।

একটিমাত্র গোলের ব্যবধানে তাঁরা পরাজিত করেছিল হায়দরাবাদের ফুটবল দল শ্রীনিধি ডেকানকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের। স্বাভাবিকভাবেই সেই ধারা বজায় রেখেই তাঁরা আটকে দিয়েছিল স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর পাশাপাশি শিলং লাজং এফসিকে। কিন্তু তারপর থেকে ফের তথৈবচ পরিস্থিতি দেখা দেয় ইয়ান লয়ের ফুটবল ক্লাবের। দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসির পাশাপাশি পরাজিত হতে হয় আইজল, চার্চিল ও ডেম্পোর মতো ফুটবল দল গুলির কাছে। যার প্রভাব পড়ে পয়েন্ট টেবিলে‌।

Also Read | শিলংয়ের বুকে ফুটবলারদের পারফরমেন্স নিয়ে আশাবাদী মানোলো

Advertisements

বর্তমানে ১৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সকলের শেষে অর্থাৎ বারো নম্বরে রয়েছে দিল্লী এফসি। বলা যায় এবার অবনমনের মতো পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে রাজধানীর এই ফুটবল ক্লাব। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দল ছাড়তে চলেছেন তারকা বিদেশি ফরোয়ার্ড স্টিফেন বিনং। বলাবাহুল্য, চলতি আইলিগে দিল্লী দলের আক্রমণভাগের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত হয়ে আসছেন ক্যামেরুনের এই তারকা ফুটবলার। গোল ও করেছেন একাধিক। তবে এবার আইলিগ মরসুম শেষ হওয়ার আগেই ভারতের এই দলকে বিদায় জানাতে চলেছেন তিনি।

আইলিগের এই ফুটবল ক্লাব ছেড়ে তিনি যোগদান করতে চলেছেন নেপালের ফুটবল ক্লাব পোখারা থান্ডার্সে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা। সেক্ষেত্রে পরবর্তী দুইটি ম্যাচে অর্থাৎ রিয়াল কাশ্মীর এবং রাজস্থান ইউনাইটেডের বিপক্ষেই শুধুমাত্র তাঁকে খেলাতে পারবে দিল্লী দল। বলাবাহুল্য, নেপালের ফুটবল লিগ থেকেই উত্থান ঘটেছিল এই বিদেশি ফুটবলারের। এই মরসুমের শুরুতে ভারতে এসে যোগদান করেছিলেন দিল্লী ফুটবল দলে। তবে এবার ফিরে যেতে চলেছেন নিজের পুরনো লিগে।