Rohit Sharma: রোহিতের কাছে অন্য একটি IPL ক্লাবের প্রস্তাব!

Rohit Sharma

শুক্রবার রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে দায়িত্বে তুলে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিতর্কের অবসান হচ্ছে না। এরই মধ্যে নতুন তথ্য বেরিয়ে আসছে যে, একটি ফ্র্যাঞ্চাইজি রোহিত শর্মার সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তির কারণে দল ছাড়তে পারেননি রোহিত।

সোশ্যাল মিডিয়া এবং একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা যাচ্ছে, রোহিতের সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু এই পদ্ধতি খুব একটা কাজে আসবে না। কারণ রোহিত বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের সাথে চুক্তিবদ্ধ এবং সে কারণেই তিনি অন্য দলে যোগ দিতে পারবেন না। এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে, তা এখনও প্রকাশ করা হয়নি। দিল্লি ক্যাপিটালস বা কোনও খেলোয়াড় বা অফিসিয়াল এই বিষয়ে কোনও তথ্য দেয়নি।

   

এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিত শর্মা আগে থেকেই এ বিষয়ে অবগত ছিলেন। অন্যদিকে অধিনায়ক হওয়ার শর্তে দলে যোগ দেন হার্দিক। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলতে প্রস্তুত রোহিত। তবে এ বিষয়ে রোহিত শর্মার চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা সম্ভবত নিলামের পরেই ঠিক হবে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে এই নিলাম অনুষ্ঠিত হবে।

https://twitter.com/MemerAspirant/status/1736047242031821033?t=5YL_6CjSiaXWomE0aXZkYg&s=19

বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্তের ব্যাপক বিরোধিতা চলছে। সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে, সিএসকে-তে নেওয়া হতে পারে রোহিত শর্মাকে। কিন্তু এই মুহুর্তে এগুলো সবই গুজব। তবে সিএসকে রোহিত শর্মার জন্য একটি ভিডিও শেয়ার করেছে। স্ত্রী রিতিকা সজদেহও তার উপর একটি হলুদ হার্ট ইমোজি পোস্ট করেছিলেন। এখন এই বিরোধের পরিণতি কী হবে তা আগামী দিনগুলিতেই জানা যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন