IPL: ২৯ বলে সেঞ্চুরি করা ব্যাটারকে দলে নিল ঋষভ পন্থের দল

আইপিএল (IPL) শুরু হওয়ার আগেই একের পর এক বড় ধাক্কা খাচ্ছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। হ্যারি ব্রুকের পর আসন্ন আইপিএল শুরু হওয়ার আগে ছিটকে গেলেন…

IPL Delhi Capitals

আইপিএল (IPL) শুরু হওয়ার আগেই একের পর এক বড় ধাক্কা খাচ্ছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। হ্যারি ব্রুকের পর আসন্ন আইপিএল শুরু হওয়ার আগে ছিটকে গেলেন আরও এক বিদেশি ক্রিকেটার। চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। দিল্লির তরফে অবিলম্বে এই খেলোয়াড়ের বদলি হিসেবে অন্য খেলোয়াড়ের নামও ঘোষণা করা হয়েছে।

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এনগিডিও (Lungi Ngidi) পুরো আইপিএল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। এসএ২০ টুর্নামেন্ট চলাকালীন চোট পেয়েছিলেন এই খেলোয়াড়। যে কারণে আইপিএলের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সেই চোট এখনও সারেনি। তাঁর পরিবর্তে দিল্লি দলে নিয়েছে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে।

লুঙ্গির বিদায়ের পর জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে (Jake Fraser McGurk) দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাকগার্ক বিস্ফোরক স্টাইলে ব্যাটিংয়ের জন্য পরিচিত। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সময় ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন এই ক্রিকেটার। মাত্র ২১ বছর বয়সী ম্যাকগার্ক ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত।

Advertisements

২০১৮ সালে আইপিএলে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার তারকা লুঙ্গি এনগিডির। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয় এই ক্রিকেটারের। পরে আইপিএল ২০২১-এ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন। এখনও পর্যন্ত আইপিএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে নিয়েছেন ২৫টি উইকেট। দিল্লি আইপিএল ২০২৪-এর জন্য ৫০ লক্ষ টাকা দিয়ে সেই খেলোয়াড়কে তাদের দলের সঙ্গে যুক্ত করেছিল।