এএফসির মঞ্চে নিজেকে প্রমাণ করতে চান দেজান

অনবদ্য ফুটবলের মধ্যে দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ ৯AFC Champions League ) টায়ার টুয়ের যোগ্যতা অর্জন করেছে এফসি গোয়া। গত বুধবার ফতোরদা স্টেডিয়ামে এএফসির এই টুর্নামেন্টের…

Dejan Drazic

অনবদ্য ফুটবলের মধ্যে দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ ৯AFC Champions League ) টায়ার টুয়ের যোগ্যতা অর্জন করেছে এফসি গোয়া। গত বুধবার ফতোরদা স্টেডিয়ামে এএফসির এই টুর্নামেন্টের প্রিলিমিনারী ম্যাচ খেলতে নেমেছিল গতবারের সুপার কাপ জয়ী দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ওমানের শক্তিশালী ফুটবল ক্লাব আল সীব। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে মানোলো মার্কুয়েজের ছেলেরা। যারফলে এবার মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিতে দেখা যাবে সন্দেশ ঝিঙ্গানদের। গত সিজনের শুরুটা খুব একটা ইতিবাচক না থাকলেও পরবর্তীতে অনবদ্য ছন্দে ধরা দিয়েছিল গোয়া শিবির।

দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের লিগ শিল্ডের দূর থেকে ছিটকে গেলেও শেষ পর্যন্ত কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শেষ করেছিল এফসি গোয়া। সেই খেতাব জয়ের দরুন এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সুযোগ চলে এসেছিল ইন্ডিয়ান সুপার লিগের এই শক্তিশালী ফুটবল দলের কাছে। সেই সুযোগ এবার কাজে লাগালেন বোরহা হেরেরা থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরোরা। বলাবাহুল্য, নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল দলের সকল ফুটবলারদের। প্রথমার্ধের দাপুটে ফুটবলের মধ্যে দিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন দেজান ড্রাজিচ (Dejan Dražić)।

   

তারপর দ্বিতীয়ার্ধে জাভিয়ের সিভেরিও টোরোর গোল ম্যাচ প্রায় নিশ্চিত করে দিয়েছিল আইএসএলের এই দলকে। তবে প্রথমার্ধের পর ম্যাচের দ্বিতীয়ার্ধে ও একাধিকবার গোলের সহজ সুযোগ এসে গিয়েছিল সার্বিয়ান তারকা দেজান ড্রাজিচের কাছে। তবে বল গোলে রাখা সম্ভব হয়নি। যদিও সেই নিয়ে খুব একটা হতাশ নন এই ফুটবলার। দেশের প্রথম ডিভিশন টুর্নামেন্টের পাশাপাশি এএফসির মঞ্চে ও এবার নিজেকে মেলে ধরতে চান বছর ঊনত্রিশের এই উইঙ্গার। ম্যাচ শেষে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ” ভুল করা খেলাধুলার একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ভুলগুলো উপলব্ধি করা এবং দায়িত্ব গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। এটা কষ্টদায়ক, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এখান থেকে শিক্ষা নেওয়া।”

Advertisements

আরও বলেন, ” আমি মনে করি না এটি আমার সেরা ম্যাচ ছিল, তবে শুধু এটুকুই বলি যে আমি রক্ষণাত্মকভাবে অনেকটা সময় মুভ করেছি। পরবর্তীতে দলের হয়ে আক্রমণে উঠে আমি একটি গোল পেয়েছি। এতে আমি সন্তুষ্ট।”