Monday, December 8, 2025
HomeSports Newsমোহনবাগানের রিজার্ভ দলের কোচ হওয়ার পথে ডেগি কার্ডোজো

মোহনবাগানের রিজার্ভ দলের কোচ হওয়ার পথে ডেগি কার্ডোজো

- Advertisement -

ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে এই সিজন শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। পরবর্তীতে সেই ছন্দ বজায় ছিল ইন্ডিয়ান সুপার লিগে। তাই অনায়াসেই টুর্নামেন্টের শিল্ড জয় করেছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। যদিও সেই ধারা বজায় রেখে গতবারের মতো আইএসএল ট্রফি জয় করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

শেষ পর্যন্ত এই খেতাব ছিনিয়ে নিয়েছিল পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি। কিন্তু এটি হাতছাড়া হলেও শিল্ড জয়ের সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে বাগান শিবির। সেই তুলনায় এবারের এই সিজন খুব একটা আরামদায়ক থাকেনি সবুজ-মেরুনের জুনিয়র দলের।

   

কলকাতা লিগের পাশাপাশি রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত তা কার্যকরী হয়নি। ইন্টারজোনাল রাউন্ড থেকে দ্বিতীয় স্থান অধিকার করে এবার জাতীয় স্তরে পৌঁছেছিল বাগানের ছোটরা। মাঝে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে বড় ব্যবধানে পরাজিত করলেও চূড়ান্ত সাফল্য আসেনি। তবে নতুন সিজন থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মোহনবাগানের রিজার্ভ দল। গত কয়েক মরশুম ধরে বাস্তব রায়ের তত্ত্বাবধানে দল মাঠে নামলেও এবার যুক্ত হতে চলেছেন নতুন কোচ।

তিনি ডেগি কার্ডোজো। পূর্বে এফসি গোয়ার রিজার্ভ দলের সঙ্গে যুক্ত ছিলেন এই কোচ। এছাড়াও একটা সময় এটিকের যুব দলের পাশাপাশি এটিকের মূল দলের সঙ্গে ও যুক্ত ছিলেন এই ফুটবলার। এমনকি তার আগে ডিএসকে শিবাজীয়ান্সে সহকারি কোচের ভূমিকাতেও ছিলেন এই ভারতীয়। এবার সব ঠিকঠাক থাকলে তার হাতেই উঠতে চলেছে বাগানের দায়িত্ব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular