বাগানের অনুশীলনে যোগদান করলেন ডেগি কার্ডোজো

এবারের এই ফুটবল সিজনে অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সিনিয়র দলের পাশাপাশি দুরন্ত ফর্মে রয়েছে ছোটরা। দিন কয়েক আগেই বাস্তব রায়ের তত্ত্বাবধানে…

Mohun Bagan SG start CFL 2025 agaisnt Police AC match

এবারের এই ফুটবল সিজনে অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সিনিয়র দলের পাশাপাশি দুরন্ত ফর্মে রয়েছে ছোটরা। দিন কয়েক আগেই বাস্তব রায়ের তত্ত্বাবধানে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ জয় করেছে কলকাতা ময়দানের এই প্রধান। বলাবাহুল্য, বাংলার প্রথম দল হিসেবে এই খেতাব অর্জন করেছে মোহনবাগান। এক কথায় যা বিরাট বড় পাওনা সকলের কাছে। এবার এই ছন্দ বজায় রেখেই কলিঙ্গ সুপার কাপে সাফল্য পেতে মরিয়া ফুটবলাররা। সেইমতো গত কয়েকদিন আগে থেকেই গোটা দল নিয়ে অনুশীলন শুরু করেছেন বাগান কোচ।

Also Read | ISL স্বপ্নভঙ্গ ভুলে সুপার কাপে নতুন টার্গেটে মানোলোর গোয়া

   

তবে এক্ষেত্রে সিনিয়র দলের বদলে মূলত জুনিয়র ফুটবলারদের দিয়েই টুর্নামেন্ট খেলানোর কথা ভাবছে ম্যানেজমেন্ট। সেজন্য গত আইএসএল ফাইনালের পর থেকেই ছুটির মেজাজে দেখা গিয়েছে দলের অধিকাংশ বিদেশি ফুটবলারদের। এমনকি এই ফুটবল টুর্নামেন্টে স্প্যানিশ কোচ জোসে মোলিনা‌র‌ পরিবর্তে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রিজার্ভ দলের কোচ বাস্তব রায়ের হাতে। তবে প্রয়োজন অনুসারে বা পরিস্থিতি বুঝে সিনিয়র দলের বেশ কিছু ভারতীয় ফুটবলারকে মাঠে নামানোর কথা ভাবতে পারেন এই ভারতীয় কোচ। সেক্ষেত্রে খেলতে দেখা যেতে পারে দীপক টাংড়ির মতো ফুটবলারদের।

Also Read | ISL সেমিফাইনালে বাগানের কাছে আটকে ‘মেন অফ স্টিল’ পাখির চোখ সুপার কাপ

Advertisements

কিন্তু অনুশীলনের প্রথম থেকে গোয়ান কোচ ডেগি কার্ডোজো উপস্থিত থাকতে না পারলেও দলের মাঠে নামার আগেই তবে ফিরে আসার কথা শোনা গিয়েছিল কয়েকদিন আগে। সেটাই হয়েছে এবার। সপ্তাহের প্রথম দিন থেকেই বাগান অনুশীলনে বাস্তব রায়ের সহকারী কোচ হিসেবে দেখা গিয়েছে ডেগি কার্ডোজোকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের। দিন কয়েকের অপেক্ষা মাত্র। তারপরেই কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে সবুজ-মেরুন। যেখানে তাঁদের লড়াই করতে হবে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে।

যেদিকে নজর থাকবে বাংলার সকল ফুটবলপ্রেমীদের। গত রবিবার তাঁদের কাছেই ধরাশায়ী হতে হয়েছে ইমামি ইস্টবেঙ্গল দলকে। সেই ম্যাচে পাওয়াটা আদ্রিয়ান লুনাদের কাছে যথেষ্ট সহজ হলেও মোহনবাগানের বিপক্ষে কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা ভাল মতই জানেন ডেভিড কাতলা।