বাগানের জয় নিয়ে খুশি কার্ডোজো, সিনিয়র দলে আসাই লক্ষ্য সালাউদ্দিনের

Deggie Cardozo Mohun Bagan Salahudheen Adnan K,

কলকাতা ফুটবল লিগের শুরুটা খুব একটা আরামদায়ক ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ছন্দ ফিরতে থাকে ময়দানের এই প্রধানের। গত ম্যাচেই তাঁরা বিরাট বড় ব্যবধানে পরাজিত করেছিল টালিগঞ্জ অগ্রগামীকে। সেই ধারা বজায় রেখেই সোমবার ইস্টার্ন রেলকে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত করে সবুজ-মেরুন ব্রিগেড।

Advertisements

এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্ৰুপ পর্বের পঞ্চম স্থানে উঠে এসেছে মোহনবাগান। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সকলকে। পরবর্তীতে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে বাগান কোচ ডেগি কার্ডোজো বলেন, ‘দলের ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরি হচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের আরো কাজ করতে হবে। আমরা আরও ভালো‌ করার চেষ্টা করবো। পরবর্তী ম্যাচের দিকেই এখন নজর রয়েছে। ১১ তারিখ ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’

Advertisements

পাশাপাশি সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে সালাউদ্দিন আদনান বলেন, ‘এই জয়ের জন্য নিজের অবদান রাখতে পেরে খুশি। তবে আমার মূল লক্ষ্য সিনিয়র দলে সুযোগ করে নেওয়া। তাই কোচের নির্দেশ মেনে কঠোর পরিশ্রম করছি। এখন প্রতিটা ম্যাচ জিতে টপ সিক্সে যাওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। সেইমতো সকলে কঠোর পরিশ্রম করছে।’