তিন প্রধানে খেলা এই তারকা ডিফেন্ডাকে দলে নিয়ে চমকে দিল Southern Samity

Defender Nirmal Chhetri

ময়দানের পরিচিত মুখ নির্মল ছেত্রী। কলকাতার তিন প্রধানের হয়ে একটা সময় নজরকাড়া ফুটবল উপহার দিয়েছিলেন এই বাইচুংয়ের রাজ‍্যের ডিফেন্ডার। আসছে মরশুম এই অভিজ্ঞ ফুটবলার’কে কলকাতা লিগে সার্দান সমিতির (Southern Samity) হয়ে খেলতে দেখা যাবে।

Advertisements

২০০৮ থেকে ২০১২ সাল অবধি ইস্টবেঙ্গলে খেলেছিলেন নির্মল। ১২৫ ম‍্যাচে ৮ টা গোল আছে তার। এরপর যোগ দেন মোহনবাগানে, তারপর ২০১৩ তে লোনে যোগ দেন মহামেডানে।

দীর্ঘ বর্ণময় ফুটবল কেরিয়ারে কলকাতার তিন প্রধান ক্লাব ছাড়াও নির্মল খেলেছিলেন এয়ার ইন্ডিয়া,কেরালা ব্লাস্টার্স,ডেম্পো,নর্থ ইস্ট ইউনাইটেড, ডিএসকে শিবাজীয়ান্স,এফসি গোয়া’তে।শেষ খেলতে দেখা গেছিলো রাউন্ড গ্লাস পঞ্জাব এফসি’র হয়ে।

Advertisements

ইস্টবেঙ্গলের হয়ে ফেড কাপ,কলকাতা লিগ,ইন্ডিয়ান সুপার কাপ জেতার পাশাপাশি মহামেডানের হয়ে শিল্ডও জিতেছিলেন এই ফুটবলার। হয়েছেন কেরালা ব্লাস্টার্স এবং এফসি গোয়ার হয়ে আইএসএল রানার্স আপ।তার অভিজ্ঞতা দিয়ে তিনি এবার কিভাবে পাশে দাড়ান সার্দানের,এখন সেটাই দেখার বিষয়।