মাঠে বিতর্কিত অঙ্গভঙ্গি! পাক খেলোয়াড়ের পাশে প্রতিরক্ষামন্ত্রী

দুবাই, ২২ সেপ্টেম্বর: গতকালের ভারত পাকিস্তান ম্যাচ ছিল ঘটনা বহুল (Asia Cup 2025)। প্রথমে সাহিবজাদা ফারহানের স্টেইন গান সেলিব্রেশন। তারপরে অলরাউন্ডার হ্যারিস রউফের বিমান ভেঙে…

Asia Cup 2025 controversy

দুবাই, ২২ সেপ্টেম্বর: গতকালের ভারত পাকিস্তান ম্যাচ ছিল ঘটনা বহুল (Asia Cup 2025)। প্রথমে সাহিবজাদা ফারহানের স্টেইন গান সেলিব্রেশন। তারপরে অলরাউন্ডার হ্যারিস রউফের বিমান ভেঙে পড়ার অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক একেবারে চরমে। এবার এই বিতর্ককে উস্কে দিয়ে হ্যারিসের পাশে দাঁড়াল পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় খেলা ম্যাচের সময় রউফ ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ অঙ্গভঙ্গি করে তাদের উস্কানি দিয়েছেন।

Advertisements

অপারেশন সিঁদূরে ভারতের ৬ বিমান ধ্বংস হওয়াকে ব্যাঙ্গ করেই হ্যারিস এই অঙ্গভঙ্গি করেন । এই ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রউফের পক্ষে সোচ্চার হয়ে উঠেছেন। যা ফের ক্রিকেট মাঠকে রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। ম্যাচে পাকিস্তান ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল, কিন্তু ভারতের অভিষেক শর্মা (৭৪ রান, ৩৯ বলে) এবং ভারতীয় ব্যাটারদের দাপটে তারা ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

Advertisements

কিন্তু মাঠের বাইরে রউফের অঙ্গভঙ্গিতে বিরক্ত দর্শককুল। বাউন্ডারি রোপের কাছে ভারতীয় দর্শকদের ‘বিরাট কোহলি’ স্লোগানের জবাবে রউফ হাত তুলে ‘৬-০’ সংকেত দেন এবং একটি যুদ্ধবিমানের ধ্বংসের ভান করেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভারতীয় ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন, এটাকে ‘অস্পোর্টসম্যানলাইক’ বলে অভিহিত করেছেন। পাকিস্তানি ভক্তরা উল্টে রউফের সাহসিকতার প্রশংসা করেছেন, বলছেন এটি ‘জাতীয় গৌরবের প্রকাশ’।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিতর্কে সরাসরি জড়িয়ে পড়েছেন। তিনি বলেন, “হ্যারিস রউফ তাদের সঙ্গে ঠিক ব্যবহার করছেন। চালিয়ে যান। ক্রিকেট ম্যাচগুলো চলতেই থাকবে, কিন্তু ৬/০ ভারত কখনো ভুলবে না—কিয়ামতের দিন পর্যন্ত এবং বিশ্বও মনে রাখবে।” আসিফের এই বক্তব্য পাকিস্তানের জাতীয় পরিচয়কে মাঠে নিয়ে আসার প্রমাণ।

তাঁর মতে, এই অঙ্গভঙ্গি ‘স্মৃতির অংশ’ এবং ক্রিকেটের মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়া যায়। এর আগেও আসিফের বক্তব্য বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে, যেমন সোশ্যাল মিডিয়াকে প্রমাণ হিসেবে উল্লেখ করে ভারতীয় বিমান ধ্বংসের দাবি করা। এই ঘটনা ইন্দো-পাক শত্রুতায় নতুন মাত্রা যোগ করেছে।

পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা বলছেন, রাজনীতি এবং ক্রিকেটের মধ্যে সীমারেখা থাকা উচিত, কিন্তু রউফের মতো খেলোয়াড়রা তা লঙ্ঘন করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও অফিসিয়াল প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে ‘অনুপযুক্ত’ বলে সমালোচনা করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রউফকে সমর্থন করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নজরে এসেছে। আইসিসির নিয়ম অনুসারে, এমন উস্কানিমূলক অঙ্গভঙ্গি শাস্তিযোগ্য, যা রউফের জন্য জরিমানা বা নিষেধাজ্ঞার কারণ হতে পারে।

কানাডায় গ্রেফতার Khalistani জঙ্গির ডান-হাত ইন্দরজিত সিং গোসাল

তবে ভারতীয় সমর্থকদের মতে পাকিস্তান ভাঙবে তবু মচকাবে না। শুভমান গিল এবং অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে কোমর ভেঙে যাওয়ার পরেও পাক ক্রিকেটারদের এই সেলিব্রেশন লজ্জার। এবং তাদের সেলিব্রেশন দেখে পরিষ্কার হয়ে গেছে পাকিস্তানের প্রত্যেকে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় এবং প্রত্যেকেরই ভারত বিদ্বেষী মনোভাব।