HomeSports NewsEast Bengal FC : নকআউটে পৌঁছতে নেজমেহ বধ একমাত্র লক্ষ্য ইস্টবেঙ্গলের!

East Bengal FC : নকআউটে পৌঁছতে নেজমেহ বধ একমাত্র লক্ষ্য ইস্টবেঙ্গলের!

- Advertisement -

অল্প কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) তৃতীয় ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যেখানে তাঁদের লড়াই করতে হবে লেবাননের শক্তিশালী ফুটবল ক্লাব নেজমেহ এসসির (Nejmeh SC) সঙ্গে। এই ম্যাচে তাঁদেরকে হারিয়ে সহজেই লিগের পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছানো একমাত্র লক্ষ্য অস্কার ব্রুজোর দলের।

পাঞ্জাবের কাছে হেরে রক্ষণকে দুষলেন কোচ ওয়েন কোয়েল, কী বলছেন তিনি?

   

শুক্রবার গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে লেবাননের ক্লাব নেজমেহ এফসির বিরুদ্ধে জিতলেই ইস্টবেঙ্গল সোজা প্রবেশ করবে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে। কিন্তু যদি হেরে যায় সেক্ষেত্রে লড়াই বেশ কঠিন হয়ে দাঁড়াবে মশাল ব্রিগেডের কাছে। এই মুহূর্তে নেজমেহ এসসি দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে গ্ৰুপ শীর্ষে রয়েছে। এক ম্যাচ ড্র এবং জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। দুই ম্যাচ খেলে এক ম্যাচে ড্র করে তৃতীয় স্থানে রয়েছে ভুটানের পারো এফসি। দুই ম্যাচ হেরে গ্ৰুপের লাস্ট বয় বাংলাদেশের বসুন্ধরা কিংস।

India vs New Zealand : মুম্বই টেস্টে ‘লাঞ্চ’ বিরতির আগে ৩ উইকেট হারাল নিউজিল্যান্ড

শেষ ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে নেজমেহ এসসির বিরুদ্ধে। অন্যদিকে পারো এফসির বিরুদ্ধে মাঠে নামবে বসুন্ধরা। এই ম্যাচে পারো এফসি জিতলেই ইস্টবেঙ্গলের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলবে তাঁরা। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কোয়ার্টার ফাইনালের জন্য রাস্তা পরিষ্কার রাখতে হলে নেজমেহর বিরুদ্ধে জয় কিংবা ড্র করতেই হবে। তবেই পাকাপাকি ভাবে পরবর্তী রাউন্ডের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করবে আনোয়ার অলিরা।

ফুটবলারদের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী ডিলমপেরিস, কী বলছেন?

ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল-হলুদ মিডফিল্ডার সাউল ক্রেসপো জানান, “এটা আমাদের জন্য ফাইনালের মতো কারণ আমাদের পরের রাউন্ডে থাকতে হলে ৩ পয়েন্ট দরকার।”

এই বিদেশি ফরোয়ার্ডকে স্বাগত জানাল হায়দরাবাদ এফসি

ক্লেন্টন সিলভাদের নবনিযুক্তু স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো বলেন, “গত ম্যাচে আমরা যে ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছি, তাতে পরিষ্কার আমাদের দল আরও এগিয়ে যেতে চায়। তবে আমাদের আরও সঙ্গবদ্ধ হতে হবে। দলের খেলোয়াড়দের মধ্যে দূরত্ব কমাতে হবে। আমি মনে করি আমাদের দলের ছেলেরা ইতিবাচক পারফরম্যান্স করছে। বিশেষ করে গত ম্যাচে ছেলেদের পারফরম্যান্স ছিল যথেষ্ট নজর কারা। বিশেষ করে সেই ম্যাচের প্রথমার্ধে যথেষ্ট আক্রমণাত্মকভাবে খেলতে দেখা গিয়েছিল আমাদের ছেলেদের। যারফলে গোল তুলে নিতেও খুব একটা সমস্যা হয়নি ছেলেদের।” তবে শেষ পর্যন্ত আদৌ কোন দল পৌঁছায় পরবর্তী রাউন্ডে এখন সেটাই দেখার বিষয়।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular