নার্ভে সমস্যা নিয়েও প্যারিসে পদকজয় দরিদ্র কৃষক কন্যার 

প্যারিসে আবারও জয়জয়কার ভারতের। গতকাল মহিলাদের ৪০০ মিটার দৌড়েরটি ২০ ইভেন্টে ব্রোঞ্জ পেলেন দীপ্তি জীবনজি (Deepthi Jeevanji)। এদিন ৪০০ মিটার অতিক্রম করতে দীপ্তি সময় নিলেন…

Deepthi Jeevanji wins bronze in the women's 400m T20 in the Paris Paralympics 2024.

প্যারিসে আবারও জয়জয়কার ভারতের। গতকাল মহিলাদের ৪০০ মিটার দৌড়েরটি ২০ ইভেন্টে ব্রোঞ্জ পেলেন দীপ্তি জীবনজি (Deepthi Jeevanji)। এদিন ৪০০ মিটার অতিক্রম করতে দীপ্তি সময় নিলেন ৫৫.৮২ সেকেন্ড। তবে ব্যক্তিগত ভাবে এই বিভাগে ৫৫. ০৬ সেকেন্ডে বিশ্বরেকর্ড রয়েছে তাঁরই। তবে এদিন দৌড়ের শুরুতে তিনি দ্বিতীয় স্থানে থাকলেও পরে পিছিয়ে পড়েন তেলেঙ্গনার এই দরিদ্র কৃষককন্যা।  

East Bengal FC: অনুশীলনে দিমিত্রি, জল্পনা অন্য এক বিদেশিকে ঘিরে

   

এদিন দীপ্তির সুবাদে ট্র্যাক এণ্ড ফিল্ড বিভাগে আরও একটি পদক এল ভারতের ঘরে। তবে দীপ্তির এই ইভেন্টে সোনা জিতেছেন ইউক্রেনের ইউলিয়া শুলিয়ার। তিনি ৫৫.১৬ সেকেন্ডের দৌড় শেষ করেন। রুপো পেয়েছেন তুরস্কের আয়সেল ওন্ডার। তিনি দৌড় শেষ করেন ৫৫.২৩ সেকেন্ডে। 

বাংলাদেশ জিততেই বদলে গেল হিসেব! চাপে পড়ল একাধিক দল, কত নম্বরে ভারত?

কোবেতে আয়োজিত গত প্যারা বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন দীপ্তি। তার বাবা তেলেগনার একজন দরিদ্র ভাগচাষী। সুতরাং ছোটবেলা থেকেই অর্থাভাবকে সঙ্গে নিয়ে বড় হন তিনি। এছাড়াও ছোটবেলায় তিনি আক্রান্ত হন বিরল এক নার্ভের অসুখে। যার ফলে বুদ্ধির বিকাশে বাকি অন্য বাচ্ছাদের থেকে পিছিয়ে পড়েন তিনি। তবে স্কুলে পড়ার সময়ে দীপ্তির মানসিক উন্নতির জন্যই তাঁকে খেলায় আনেন শিক্ষকরা। এসময় দৌড়ে দ্রুত উন্নতি করলে তাকে সাহায্যে এগিয়ে আসেন সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুদের কোচ পুলেল্লা গোপীচাঁদ (Pullela Gopichand)। তিনিই তাঁকে হায়দ্রাবাদে মানসিক উন্নয়ন সেন্টারে ভর্তি করেন। 

একাধিক চোট সমস্যার মধ্যে ইস্টবেঙ্গলে খুশির খবর

গত বছর হাংঝৌ প্যারা এশিয়াডে সোনা পান দীপ্তি (Deepthi Jeevanji)। আর বেশ কিছু মাস আগে জাপানের কোবে প্যারা বিশ্ব অ্যাথলেটিক্সে তিনি সোনা পান বিশ্বরেকর্ড গড়ে। স্বভাবতই তাঁকে নিয়ে পদকের আশা ছিলই। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারলে প্যারিসে (Paralympics 2024) হয়তো রুপো বা সোনা জিততে পারতেন তিনি। তবে এবারে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তেলেঙ্গনার ২০ বছরের এই অ্যাথলিটকে।