Sunday, December 7, 2025
HomeEntertainmentQatar WC: দীপিকার হাতে বিশ্বকাপ ট্রফি! কাতারে হচ্ছে আরও এক নজির 

Qatar WC: দীপিকার হাতে বিশ্বকাপ ট্রফি! কাতারে হচ্ছে আরও এক নজির 

- Advertisement -

নজিরের পর নজির। প্রথমে মহিলা রেফারি দিয়ে বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ ম্যাচ খেলানোর নজির গড়েছে ফিফা। এবার আরও এক নজির। কাতার বিশ্বকাপে (Qatar WC) এই প্রথম কোনও অভিনেত্রীর হাতে উন্মোচিত হবে বিশ্বকাপ। এও এক নজির। এই বিরলতম মুহূর্তটির জন্য বলিউডের (Deepika Padukone) দীপিকা পাড়ুকোনকেই বেছে নিয়েছে ফিফা।  

বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।ফাইনালের দিন তাঁরই হাতে উন্মোচিত হবে ট্রফি। বিশ্বের প্রথম অভিনেত্রী হিসাবে এই ভূমিকা পালন করবেন তিনি।

   

আগামী ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপের ফাইনাল। ফাইনাল খেলার আসর বসতে চলেছে দোহার লুসাইল স্টেডিয়ামে। সেখানেই উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী দীপিকা। এর আগেও আন্তর্জাতিক মঞ্চে বেশ কয়েক বার ভারতের নাম উজ্জ্বল করেছেন বলিউড অভিনেত্রী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular