দল বদল এই সংক্রান্ত আলোচনায় ভেসে উঠল দেবজিৎ মজুমদারের (Debjit Majumder) নাম। আসন্ন মরসুমে তিনি দল বদল করতে পারেন এরকম সম্ভাবনার কথা ভেসে উঠেছে সম্প্রতি। কলকাতার অন্যতম প্রধান ফুটবল ক্লাব তাঁকে ফেরাতে আগ্রহী বলে মনে করা হচ্ছে।
চলতি ইন্ডিয়ান সুপার লিগে নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন দেবজিৎ মজুমদার। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে প্রাচীর হয়ে উঠেছিলেন তিনি। লিগ শিল্ড জয়ের দৌড়ে থাকা সবুজ মেরুন ব্রিগেড পরাজিত হয়েছিল চেন্নাইন এফসির বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ ম্যাচে ২-৩ গোলে হেরেছিল বাগান। এই ম্যাচে মোহনবাগানের পরাজয়ের অন্যতম কারণ অভিজ্ঞ দেবজিৎ মজুমদার।
চেন্নাইন এফসির বিরুদ্ধে অনায়াসেই জিততে পারতো মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মোহনবাগানের প্রাক্তন এই গোলরক্ষক। নিশ্চিত কিছু গোল থেকে সুপার জায়ান্টকে বঞ্চিত করেছিলেন তিনি। এরপরেই নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এই বঙ্গ তনয়।
শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল দেবীজিৎ মজুমদারকে দলে নিতে আগ্রহী। নতুন মরসুমে একাধিক টুর্নামেন্টে খেলবে দল। গোলের নীচে গিল আস্থা যুগিয়েছেন। দীর্ঘ সিজনের জন্য ভালো মানের একাধিক গোল রক্ষক প্রয়োজন। সে ক্ষেত্রে দেবজিৎ হতে পারেন আদর্শ ব্যক্তি। যদিও ক্লাব ও দেবজিৎ মজুমদারের মধ্যে কথাবার্তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
