এই মুহুর্তে পাঞ্জাবের স্ট্রাইকার আনোয়ার আলির ট্রান্সফার ইস্যুতে মজে রয়েছে সমগ্র ভারতীয় ফুটবলমহল। নিয়ম না মেনে পাঞ্জাব তারকাকে সই করানোয় আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে ইস্টবেঙ্গল ও আনোয়ারকে। তবে ক্ষতির অঙ্কটাও নেহাত কম না ইস্টবেঙ্গলের তারকার পক্ষে। লোন ডিল ভাঙার জন্য প্রায় ১৩ কোটি টাকা লাভের মুখে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan SG)। তবে আর্থিক জরিমানা ছাড়াও ট্রান্সফার ব্যান করা হয়েছে দিল্লি এফসি ও ইস্টবেঙ্গলের ক্লাবের। তবে এই লড়াইয়ে জেতার পর মূল ‘খলনায়ক’ দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজকে এবার নিয়ে কড়া পদক্ষেপ নিলো সবুজমেরুন শিবির। গতকাল রঞ্জিত বাজাজকে ক্লাবের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে একপ্রকার নিষিদ্ধ করা হয়েছে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে।
বর্তমান ভারতীয় ফুটবলে দিল্লি এফসির পাশাপাশি মিনার্ভা পাঞ্জাবেরও কর্ণধার হলেন রঞ্জিত বাজাজ। আনোয়ারের সাফল্যের পিছনেও তাঁর অবদান নেহাত কম নয়। তাছাড়াও আলির দলবদলের ইস্যুতে তিনি সামনে ছিলেন। তাই আনোয়ার আলি এবং ইস্টবেঙ্গলের পাশাপাশি রঞ্জিতের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সবুজ মেরুন শিবিরের অভিযোগ, তাঁর পরামর্শেই মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে সই করেছিলেন আনোয়ার। তাই বাজাজকে নিয়ে কড়া পদক্ষেপ নিলো এবার মোহনবাগান।
অক্ষর, রাহুল দু’জনেই বাদ! ভারতীয় একাদশ নিয়ে বড় দাবি
গতকাল মোহনবাগান সচিব সাংবাদিক বৈঠকে আনোয়ার প্রসঙ্গে বলেন,” আনোয়ার নিয়ে বিস্তারিত বলার মুহূর্ত এটা নয়। তবে দলের কর্মসমিতিতে আমি প্রস্তাব রাখব, রঞ্জিত বাজাজকে যেন মোহনবাগান ক্লাবে বা ক্লাবের কোনও অনুষ্ঠানে ঢোকার অনুমতি না দেওয়া হয়।” এছাড়াও এদিন বাজাজের পাশাপাশি ইস্টবেঙ্গলেক নিয়েও তোপ দাগেন তিনি। এদিন তিনি আরও বলেন, “কাজটা যে অন্যায় হয়েছিল, সেটাই প্রমাণিত হল। ইস্টবেঙ্গল এমন অনৈতিক কাজ অতীতেও করেছে। ভুল থেকে শিক্ষা নেয়নি। আনোয়ারও নিশ্চয়ই বুঝবে, ও কত বড় ভুল করেছে। আনোয়ারের ভবিষ্যৎ যাতে ভালো হয়, সেই কামনা করি”
গত মরশুমে আইএসএলে মোহনবাগানের (Mohun Bagan SG) হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন আনোয়ার। এছাড়াও বেশ কিছু গোলের সুযোগ তৈরী করেন তিনি। তবে এই মুহূর্তে চার মাসের জন্য ব্যান করা হয়েছে পাঞ্জাব ফুটবলারকে। তাছাড়া এখনো লাল হলুদের জার্সি গায়ে তিনি ম্যাচে নামেননি। তবে আইএসএলে এর আনোয়ার মোট ৪৬টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১টি ও গোলের জন্য বল বাড়িয়েছেন ৪টি। ফলে এই বছরটা তাঁর কাছে একটা বড় ধাক্কা হিসাবেই থেকে গেল।