নয়া মরসুমের শুরু থেকেই হতাশাজনক পারফরম্যান্স করে আসছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল। প্রত্যেক ক্ষেত্রেই ধরাশায়ী হতে হয়েছে ময়দানের এই প্রধানকে। সেই নিয়ে হতাশ ছিলেন লাল-হলুদ সমর্থকরা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আশা নিয়েই ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়েছিল অস্কার ব্রুজনের ছেলেরা। সেখানেই প্রথম ম্যাচে জয় না আসলেও পরবর্তী দুইটি ম্যাচে বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস এবং লেবাননের চ্যাম্পিয়ন দল নাজমেহ এফসিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয় ইস্টবেঙ্গল।
এবার প্রায় মাস চারেকের অপেক্ষা। তারপর অ্যাওয়ে ও হোম ম্যাচের মধ্য দিয়ে সেমিতে সুযোগ করে নেবে একটি দল। তার আগে ফের আইএসএলের লড়াই। আগামী ৯ নভেম্বর পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের সপ্তম ম্যাচ খেলবে মশাল ব্রিগেড। সেইমতো সোমবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে গোটা দল। লক্ষ্য একটাই, এএফসির মতো এখানেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখা। সেই নিয়েই এবার মুখ খুললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Debashish Dutta)।
পড়শী ক্লাবের প্রসঙ্গে তিনি বলেন, ” আমি চাই ইস্টবেঙ্গল আইএসএলে ভালো খেলুক। কারণ নিচের দিকের দল যদি ওপরের দিকের দলের পয়েন্ট কাটে সেটা আমাদের জন্য যথেষ্ট সুবিধার হয়। তবে যে পারফরম্যান্স ওরা বিদেশের মাটিতে করেছে সেটাই এখানে হবে।আইএসএলে ও অনেক শক্ত টিম থাকে তবে আমি আশা রাখি সেই পারফরম্যান্স এখানেও বজায় থাকবে। ইস্টবেঙ্গল যথেষ্ট বড় দল। তবে ওদের খারাপ সময় যাচ্ছিল। খারাপ সময় সকলের থাকে। আশা রাখি সেখান থেকে ওরা বেড়িয়ে আসতে পারবে।”
পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের ম্যাচ বাতিল হওয়া ও এএফসির সিদ্ধান্ত নিয়ে ও মুখ খোলেন বাগান সচিব। তার কথায় এই ম্যাচ খেলার সুযোগ থাকলে দলের ফুটবলারদের জন্য সেটা যথেষ্ট মঙ্গলজনক হত। এবং সকলেই নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ পেত। পাশাপাশি এএফসির তরফে মোহনবাগানকে যে আর্থিক জরিমানার কথা জানানো হয়েছিল সেটি মকুব করার কথাও উঠে আসে তাঁর থেকে।