Mohun Bagan: মোহনবাগান ভারত সেরা দল, জয়ের পর কী বললেন বাগান সচিব?

Mohun Bagan Secretary Debashis Dutta

সোমবার যুবভারতীর বুকে সৃষ্টি হয়েছে ইতিহাস। শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড (ISL Shield) ঘরে তুলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথমবারের মতো এই খেতাব জয় করে খুশির আবহ রয়েছে সমর্থকদের মধ্যে। বহু লড়াইয়ের শেষে এবার এসেছে চূড়ান্ত সাফল্য।

গত কয়েক মরশুম ধরে এই খেতাব জয় করার পরিকল্পনা থাকলেও তা আদতে পূর্ণতা পায়নি। অবশেষে এই সাফল্য। তবে এখানেই শেষ নয়‌। এবারের এই ফুটবল মরশুমে আইএসএল ও জিততে চাইছে সবুজ-মেরুন শিবির। এখন সেই দিকেই নজর সকলের। ‌ দলের এই জয় বর্তমানে যথেষ্ট খুশি বাগান সচিব দেবাশীষ দত্ত।

   

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতবছর দল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর এই মরশুমের শুরুতে দল ডুরান্ড চ্যাম্পিয়ন, এবং এবার ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড জয়। সাফল্যের এমন নজির বহুদিন পর মোহনবাগানের এসেছে। বলতে গেলে মোহনবাগান এখন ভারতবর্ষের সেরা দল। এমন সাফল্যের জন্য আমি ধন্যবাদ জানাই সঞ্জীব গোয়েঙ্কাকে। এবং পুরো টিম ম্যানেজমেন্ট সহ কোচ ও খেলোয়াড়দের। কোচ হাবাসের উপস্থিতি দলের মধ্যে প্রভাব সৃষ্টি করেছে। তার ফলাফল মাঠেই দেখা গিয়েছে। তাছাড়া এই খেতাব জয়ের ফলে প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ করে নিয়েছে মোহনবাগান। তা নিঃসন্দেহে বড়সড় পাওনা। তবে এবার ও বাংলার পতাকা যে মোহনবাগান একাই বয়ে নিয়ে যাচ্ছে তা পরিষ্কার।

অর্থাৎ নাম না করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে খোঁচা মারতে ছাড়লেন না বাগান সচিব। তবে সর্বপরি এবারের ফুটবল মরশুমে বাংলার ফুটবলের সাফল্য যে চরম শিখরে পৌঁছেছে সেকথাও বলেন দেবাশীষ দত্ত। দলের এই সাফল্যের কথা মাথায় রেখে আগামী দিনে অনুষ্ঠান করার ও পরিকল্পনা রয়েছে ক্লাবের তরফ থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন