মহামেডান বধ করে পড়শীদের খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস দত্ত?

ইন্ডিয়ান সুপার লিগে দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গত বছরের পর এই নতুন বছরে ও বজায় রয়েছে সেই ছন্দ। হায়দরাবাদ এফসিকে পরাজিত…

Debashis Dutta's Take on IFA and Mohun Bagan Controversy

ইন্ডিয়ান সুপার লিগে দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গত বছরের পর এই নতুন বছরে ও বজায় রয়েছে সেই ছন্দ। হায়দরাবাদ এফসিকে পরাজিত করার পর হাইভোল্টেজ দুই ডার্বি ম্যাচে ও বজায় রয়েছে সেই ধারা। গত শনিবার অ্যাওয়ে ম্যাচে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরূদ্ধে খেলতে নেমেছিল শুভাশিস বসুরা। সম্পূর্ণ সময়ের শেষে চার গোলের ব্যবধানে এসেছে জয়। হিসাব অনুযায়ী এটি সবুজ-মেরুনের অ্যাওয়ে ম্যাচ থাকলেও প্রথম থেকেই দাপট থেকেছে বাগান ফুটবলারদের। জেসন কামিন্স থেকে শুরু করে লিস্টন কোলাসো। সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছেন সকলেই।

   

তাঁদের সামাল দিতে হিমসিম খাওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল ফ্লোরেন্ট ওগিয়ার থেকে শুরু করে জো জোহেরলিয়ানাদের। যারফলে গোল তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি সবুজ-মেরুন ফুটবলারদের। ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষেই দীপেন্দু বিশ্বাসের বাড়ানো পাস থেকে বল গোলে ঢুকিয়ে দিয়ে যান অধিনায়ক শুভাশিস বসু। সেই ধাক্কা কাটিয়ে ওঠার কিছু সময়ের মধ্যেই ফের গোল। এবার কর্নার থেকে বল হেড করে গোলে ঠেলে দেন ভারতীয় তারকা মনবীর সিং। যালফলে অনায়াসেই দুই গোলে এগিয়ে যায় মোহনবাগান। সুযোগ বুঝে পাল্টা আক্রমণে উঠে গোল তুলে নেওয়ার লক্ষ্য থাকলেও সেটা কাজে লাগাতে পারেননি অ্যালেক্সিস গোমেজরা।

বরং প্রথমার্ধের শেষে তিন গোলে পিছিয়ে থাকতে হয় সাদা-কালো ব্রিগেডকে। কিন্তু তবুও দ্বিতীয়ার্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু খুব একটা সুবিধা করা‌ সম্ভব হয়নি তাঁদের পক্ষে। সুযোগ বুঝেই দলের হয়ে চতুর্থ গোল করে যান মনবীর সিং। তারপরেও আরও একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিল বাগান ফুটবলাররা। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকেনি। নাহলে আরও বড় ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করতে পারত মেরিনার্সরা। তবে দলের এমন‌ পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি বাগান সচিব দেবাশিস দত্ত।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহামেডান দলের প্রসঙ্গে তিনি বলেন, ” দলটার অবস্থা খুবই খারাপ। ওদের মতো এত বড় একটা ক্লাবের এমন পরিস্থিতি মানা যায় না। তবে আইএসএলের বিষয়টা সকলকে বুঝতে হবে। আইএসএলের মান এখন অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে। এখানে আইলিগ চ্যাম্পিয়ন হয়ে এলেও আইলিগের সঙ্গে এর তুলনা হয়না। সন্তোষ ট্রফির সঙ্গে এর তুলনা হয়না। এইগুলো বুঝতে হবে। তবে মহামেডানের অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগছে।”

আরও বলেন, ” বাংলার দুটো দল যেভাবে ঘুরছে তলার দিকে এটা বাংলার ফুটবলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়।” তবে শিল্ড জয় নিয়ে এখনই ভাবতে নারাজ সবুজ-মেরুন সচিব। তাঁর কথায় আরো কয়েকটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করতে হবে। এখন সেটাই সকলের প্রধান লক্ষ্য।