জয় দিয়েই নতুন বছর শুরু করল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিপক্ষে খেলতে নেমেছিল ময়দানের এই প্রধান। সম্পূর্ণ সময়ের শেষে তিনটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় গত মরসুমের লিগ শিল্ড জয়ীরা। এদিন গোল পান যথাক্রমে টম অলড্রেড এবং জেসন কামিন্স। পাশাপাশি দলের হয়ে আত্মঘাতী গোল করে বসেন প্রতিপক্ষ দলের ডিফেন্ডার স্টেফান সাপিচ। এই জয়ের সুবাদে আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের আরও কিছুটা মজবুত করল সবুজ-মেরুন।
সেই নিয়ে যথেষ্ট খুশি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta)। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” মোহনবাগান ভালোই খেলছে। আগের ম্যাচটা ও যথেষ্ট ভালো খেলেছে। আজকে আরও বেশি গোল হতে পারত। তবে একটা বার পোস্টে লাগল। আরেকটা ফাঁকা গোল মিস হল। জেতার মধ্যে থাকাটা আইএসএলের মতো টুর্নামেন্টে যথেষ্ট কঠিন। আইএসএল এত শক্ত টুর্নামেন্ট সেখানে জেতার মধ্যে রয়েছে এটার সম্পূর্ণ ক্রেডিট কোচ সহ দলের সকল ফুটবলারদের”। পাশাপাশি তরুণ ফুটবলারদের নিয়ে প্রশ্ন করা হলে বাগান সচিব বলেন, “আইএসএল যথেষ্ট কঠিন। জুনিয়র ফুটবলাররা বড় প্লেয়ারদের সাথে কয়েক বছর খেলতে থাকলে নিজেদের যথেষ্ট উন্নতি করতে পারবে। তবে আগামী ম্যাচ ও যথেষ্ট শক্ত হতে চলেছে। আমরা ম্যাচ প্রতি ম্যাচ এগোতে চাই”।
পাশাপাশি আসন্ন কলকাতা ডার্বি ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে দেবাশিস দত্ত বলেন, ” ডার্বি ম্যাচ এখনও কোথায় হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। সেই নিয়ে আমাদের কথাবার্তা চলছে। তবে ডার্বি ম্যাচের জন্য আমাদের প্লেয়াররা তৈরি হচ্ছে।” পাশাপাশি আগামী ১৮ই জানুয়ারি ক্লাবের এজিএমের পর বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার কথা ও জানান বাগান কর্তা। যা নিঃসন্দেহে খুশি করেছে সকলকে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ই জানুয়ারি আইএসএলের হাইভোল্টেজ ডার্বি আয়োজিত হওয়ার কথা থাকলেও সেটা এখনও স্পষ্ট হয়নি।
সেই সময় গঙ্গাসাগর মেলা থাকার ফলে পুলিশি নিরাপত্তার অভাব দেখা দিয়েছে ব্যাপকভাবে। এই পরিস্থিতিতে আদৌ ভিন রাজ্যে ডার্বি আয়োজন করা হয় কিনা সেটাই দেখার বিষয়।