Debabrata Sarker: কোচ কনস্টানটাইনে ভরসা রাখছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত

East Bengal- Debabrata Sarkar

ডুরান্ডের ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে হারলেও কোচ স্টিফেন কনস্টানটাইনে ভরসা রাখছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (Debabrata Sarker)। ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমাদের দল দাঁড়িয়ে যাবে বলেই বিশ্বাস করছি। ম্যাচ প্র্যাকটিসের দরকার। তবে ১০-১২ দিন অনুশীলন করে আমরা ডার্বিতে নেমেছি। কোন অজুহাত দিচ্ছি না, কিন্তু ফুটবল তো বিজ্ঞানসম্মত খেলা, এইভাবে প্র্যাকটিস করে, প্র্যাকটিস ম্যাচ না খেলে এই টুর্নামেন্টে খেলা যায় না ।’

একইসঙ্গে তিনি বলেন, ‘ আমাদের ডুরান্ড খেলা উচিত হয়নি। রাজ্য সরকার ও ডুরান্ড কমিটির অনুরোধের জন্যই আমরা ডুরান্ড খেলছি। ওরা অনেক সুযোগ পেয়েছে, আমরাও সুযোগ পেয়েছি, খারাপ খেলিনি । দল যথেষ্ট লড়াই করেছে।’ তবে দল আত্মঘাতী গোলে হারায় কিছুটা মন খারাপ দেবব্রতর। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ দল আত্মঘাতী বলে হারল বলে খারাপ লাগছে । তবে দলের লড়াই আমাদের ভালো লেগেছে।’

   

স্টিফেন প্রথম প্রসঙ্গে তিনি বলেন, ‘ বড় কোচ। আমরা কোচের উপর ভরসা রাখছি। আশা করছি তিনি দলটা তৈরি করে দেবেন।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন