মেসির ক্লাব প্যারিস সাঁজা ছেড়ে এই মরশুম তুরিনে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব জুভেন্টাসে খেলতে আসছেন অ্যাঞ্জেল ডি মারিয়া (De Maria)। শুক্রবার,মেডিক্যাল হবে ডি মারিয়া,এরপর ইতালির ক্লাবের হয়ে এক বছরের চুক্তি করবেন তিনি।প্রায় সাত মিলিয়ন ইউরোর চুক্তির হবে তার ক্লাবের সাথে।
গত মরশুমের পর পিএসজি আর চুক্তি বাড়াতে চায়নি ডি মারিয়ার সাথে।মেসির প্যারিসে আসার সাথে ক্রমশ সংশ্লিষ্ট ফ্রেঞ্চ ক্লাবে প্রাসঙ্গিকতা হারায় ডি মারিয়া।এরপর তার চুক্তি আর বর্ধিত করা হয়নি।
পিএসজি’র হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৯৫ টা ম্যাচ খেলেছেন ডি মারিয়া।ফ্রেঞ্চ রাজধানী’তে দীর্ঘ সাত বছর ৯৫ টা গোল এবং ১১২ টা গোল করিয়েছিলেন তিনি।
প্যারিস সাঁজা’র হয়ে পাঁচটি লিগ টাইটেল এবং পাঁচটি ফ্রেঞ্চ কাপ জিতেছিলেন মারিয়া।যদিও চ্যাম্পিয়ান্স লিগে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে।ফাইনালে পিএসজি’কে হারিয়ে দেয় বায়ার্ন মিউনিখ।