David Williams : বাংলাদেশের ক্লাবে আগেও আতঙ্ক ছড়িয়েছিলেন উইলিয়ামস

ডেভিড উইলিয়ামসের (David Williams) ত্রিফলায় ছিন্নভিন্ন ঢাকা আবাহনী। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তিন গোল হজম করেছে বাংলাদেশের অন্যতম সেরা দল (ATK Mohun Bagan vs Dhaka Abahani)। তিনটি গোলই অস্ট্রেলিয়ান তারকার (David Williams)। এর আগেও বাংলাদেশের ক্লাবের স্বপ্ন ভঙ্গ করেছিলেন তিনি।

Advertisements

গত বছর বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ত্রাস হয়ে উঠেছিলেন ডেভিড উইলিয়ামস। যেনতেন প্রকারে জয় প্রয়োজন ছিল বসুন্ধরার। কিন্তু ডেভিডের গোলের সৌজন্যে সেটা আর হয়নি। এএফসি কাপের আন্ত–আঞ্চলিক পর্বে প্রবেশ করার সুযোগ ছিল ওপর বাংলার এই দলটি সামনে।

   

যে কোনো মূল্যে দরকার ছিল জয়। সেই লক্ষ্যে এগিয়ে গিয়েছিল তারা। গোল করে লিড নিতে পেরেছিল ম্যাচে। এরপর সমতা ফেরান ডেভিড উইলিয়ামস। আর জয় পাওয়া হয়নি বসুন্ধরা কিংসের। উইলিয়ামসের গোলে স্বপ্ন ভঙ্গ।

মঙ্গলবার হ্যাটট্রিক করেছেন ডেভিড। ম্যাচে শুরু হওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যে গোল দেগেছিলেন তিনি। ফিনল্যান্ডের জনি কাউকোর ক্রসে পা ছুঁইয়ে গোল করে যান তিনি। পরের গোলটিও বিরতির আগে। এবার প্রবীর দাসের ক্রস থেকে লক্ষ্যভেদ। ৮৫ মিনিটে হ্যাটট্রিক করেন উইলিয়ামস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements