অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner) একের পর এক রেকর্ড গড়ছেন। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে নতুন রেকর্ড গড়েন তিনি। এমসিজিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহর রেকর্ড ভাঙলেন ওয়ার্নার। এ নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই সবচেয়ে বেশি রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হলেন তিনি।
ডেভিড ওয়ার্নার এখন ৪৬০ ইনিংসে ১৮,৫০২ রান করেছেন। আর স্টিভ ওয়াহ ৫৪৮ ইনিংসে করেছেন ১৮ হাজার ৪৯৬ রান। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করার দিক থেকে ডেভিড ওয়ার্নার এখন রিকি পন্টিংয়ের পরেই রয়েছেন। পন্টিং ৬৬৭ ইনিংসে করেছেন ২৭,৩৬৮ রান। তার গড় ৪৫.৮৪। এ ক্ষেত্রেও তিনি এক নম্বর। ডেভিড ওয়ার্নারও গড়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন। তার গড় ৪২.৬৩।
What a career!
Now behind only Ricky Ponting for men's international runs for Australia 🇦🇺 #AUSvPAK pic.twitter.com/obvZcmn0cw
— cricket.com.au (@cricketcomau) December 26, 2023
তিন ফরম্যাটেই সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে ওয়ার্নার এখন ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির কাছাকাছি পৌঁছে গেছেন। গাঙ্গুলি ৪২৪ ম্যাচে ৪৮৮ ইনিংসে ১৮৫৭৫ রান করেছেন। ওয়ার্নার করেছেন ১৮ হাজার ৫০২ রান। এমন পরিস্থিতিতে ওয়ার্নারকে এখন গাঙ্গুলির রেকর্ড ভাঙতে ৭৪ রান করতে হবে। সৌরভের এই রেকর্ড ভাঙলে ওয়ার্নার বিশ্বের ১৬তম ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শ করবেন।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে ৩৮ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। এর আগে দুই রানের মাথায় কোনো রকমে রক্ষা পেয়েছিলেন ওয়ার্নার। স্লিপে তার ক্যাচ ফেলে দিয়েছিল পাকিস্তান। তবে পরে অধিনায়ক বাবর আজম নিজেই ওয়ার্নারের ম্যাচ লুফে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন।
Right on the stroke of lunch and it's Agha Salman who gets the breakthrough for Pakistan! #PlayOfTheDay | @Nrmainsurance | #AUSvPAK pic.twitter.com/OjoYYJrLut
— cricket.com.au (@cricketcomau) December 26, 2023