মোহনবাগানের বিরুদ্ধে চমক হতে পারে ঘানার এই ফুটবলার

মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্য তৈরি তাজিকিস্তানের রাভশন কুলোব (Mohun Bagan vs Ravshan)। ম্যাচের আগের দিন অনুশীলন সেরেছে দল। ভারতীয় ক্লাবের বিরুদ্ধে মাঠে নামার আগে চনমনে…

Mohun Bagan vs Ravshan David Mawutor

মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্য তৈরি তাজিকিস্তানের রাভশন কুলোব (Mohun Bagan vs Ravshan)। ম্যাচের আগের দিন অনুশীলন সেরেছে দল। ভারতীয় ক্লাবের বিরুদ্ধে মাঠে নামার আগে চনমনে রাভশন। বিদেশি ফুটবলাররা দলের অন্যতম চালিকা শক্তি।

   

মোহনবাগানের ৪, রাভশনের ৭

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে বিদেশিদের মাঠে নামানোর ক্ষেত্রে কোনও বাঁধাধরা নিয়ম নেই। কোনও দল চাইলে এগরোজন বিদেশি ফুটবলার নিয়েও মাঠে নামতে পারে। বিদেশি ফুটবলারদের সংখ্যার বিচারে মোহনবাগানের থেকে এগিয়ে রয়েছে রাভশন কুলোব। মলিনার হাতে রয়েছেন চারজন বিদেশি। প্রতিপক্ষের দলে বিদেশি ফুটবলারের সংখ্যা ৭। রাভশন কুলোবের প্রত্যেক বিদেশি মাঠে নামার জন্য তৈরি।

রাভশনের রক্ষণভাগ ফুটবল প্রেমীদের কাছে প্রশংসিত। মোহনবাগান ম্যাচের আগেও অনুশীলনে রক্ষণভাগের ফুটবলারদের দিকে নজর রেখেছিলেন রাভশন কুলোবের কোচ। গোলকিপিং প্র্যাক্টিসের ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছিল। গোল তুলে নেওয়ার ক্ষেত্রে প্রতি আক্রমণের পথ বেছে নিতে পারে রাভশন কুলোব।

রক্ষণভাগে তিনজন দীর্ঘকায় ডিফেন্ডার রয়েছেন। মাঝমাঠে থাকতে পারেন ঘানার এক ফুটবলার, তিনি ডেভিড মাউতর (David Mawutor)। ঘানার এই ফুটবলার মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু গোলটা খুব ভাল চেনেন। কেরিয়ার জুড়ে একাধিক দর্শনীয় গোল করেছেন। কাউন্টার অ্যাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। দূর থেকে শট নেওয়ার দক্ষতা রয়েছে ডেভিডের।

রাভশন ম্যাচের আগে চিন্তা বাড়ালেন রদ্রিগেজ

তাকিজিস্তানের সফল বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম এই ডেভিড মাউতর। একাধিক খেতাব জিতেছেন। রাভশন কুলোবের হয়ে ২০১৩ সালে জিতেছিলেন তাজিক লিগ। ইস্টিকলের হয়ে তাজিক লিগ জিতেছেন চারবার, তাজিক কাপ জিতেছেন তিনবার, তাজিক সুপার কাপ জিতেছেন তিনবার। ২০১৩ সালে তাজিকিস্তান চ্যাম্পিয়নশিপে হয়েছিলেন সেরা বিদেশি ফুটবলার।