East Bengal: লাল-হলুদে যোগদান করে কী বললেন ডেভিড?

David Lalhlansanga on Oscar Bruzon

নতুন মরশুমের জন্য একের পর এক চমক দিচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গত কয়েকদিন আগেই গ্ৰীক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোসের যোগদানের কথা ঘোষণা করেছিল ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের। তবে শুধু বিদেশী ফুটবলার নয়,দেশীয় ব্রিগেডকে শক্তিশালী করার ও পরিকল্পনা ছিল মশাল ব্রিগেডের।

তাই গত সিজনের মাঝামাঝি সময় থেকেই পড়শি ক্লাবের তরুণ ফুটবলার ডেভিড লালানসাঙ্গার দিকে নজর ছিল তাদের। আইলিগ পরবর্তী সময় থেকেই তার সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করে ক্লাব। তখন থেকেই শোনা যেতে থাকে যে নতুন মরশুমে মহামেডান ছেড়ে হয়তো লাল-হলুদে যুক্ত হবেন এই ফুটবলার।

   

অবশেষে সেটাই হল এবার। আজ ঘণ্টাকয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে ডেভিডের যোগদানের কথা ঘোষণা করে দেয় কলকাতা ময়দানের এই প্রধান। আগামী তিনটি মরশুমের জন্য কার্লোস কুয়াদ্রাতের দলের সঙ্গে যুক্ত হয়েছেন ডেভিড। তিনি বলেন, “ইস্টবেঙ্গল একটি বিরাট বড় ফুটবল ক্লাব। গোটা দেশে তাদের লাখ লাখ সমর্থক ছড়িয়ে রয়েছে।

এমন ফুটবলপ্রেমী সমর্থকদের সামনে খেলার জন্য আমি যথেষ্ট আগ্রহী। ইতিমধ্যেই আমি তাদের দলের অন্যতম দুই ফুটবলার তথা নন্দকুমার শেখর,লালচুংনুঙ্গা এবং নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে জাতীয় শিবিরে কিছুটা সময় কাটিয়েছি। তারা সর্বদাই সহায়তা করেন। আমাকে অনুপ্রাণিত করেন। লাল-হলুদ জার্সিতে আমি সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

উল্লেখ্য, গত সিজনে মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে ডেভিডের। কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপে ও সর্বাধিক গোল পেয়েছিলেন এই ফুটবলার। স্বাভাবিকভাবেই তার দিকে নজর ছিল একাধিক ফুটবল ক্লাবের। শেষ পর্যন্ত বাজিমাত করল ইস্টবেঙ্গল। নতুন মরশুমে ও নিজের ছন্দ বজায় রাখাই অন্যতম লক্ষ্য এই মিজো ফুটবলারের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন