জাতীয় দলের স্কোয়াডে আইলিগ খেলা দুই ফুটবলার

   কুয়েত ম্যাচের জন্য বেশকিছু সপ্তাহ ধরেই ওডিশার বুকে প্রস্তুতি শিবির চালাচ্ছে ভারতীয় ফুটবল দল (National Football Team)। আফগানিস্তান ম্যাচের পরাজয় ভুলে এখন ঘুরে দাঁড়ানোর…

David Lalhlansanga and Edmund Lalrindika
  

কুয়েত ম্যাচের জন্য বেশকিছু সপ্তাহ ধরেই ওডিশার বুকে প্রস্তুতি শিবির চালাচ্ছে ভারতীয় ফুটবল দল (National Football Team)। আফগানিস্তান ম্যাচের পরাজয় ভুলে এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ভারতীয় ফুটবল দলের। বলতে গেলে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের টিকিয়ে রাখতে হলে জয় পেতেই হবে ব্লু টাইগার্সদের।

CFL: শিল্টন পালের সঙ্গে খেলবেন ‘শট স্টপার’ কস্তুর

   

আসন্ন কুয়েত এবং কাতার ম্যাচ এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ইগর স্টিমাচের ছেলেদের কাছে‌। এই দুই ম্যাচে জয় পেলে একদিকে যেমন যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে চলে যাবে ভারতীয় ফুটবল দল। তার পাশাপাশি আসন্ন এশিয়ান কাপেও যোগ্যতা অর্জন করবে মহেশরা। ‌

সেই সমস্ত কিছু মাথায় রেখে গত বৃহস্পতিবার রাতে ২৭ জনের একটি স্কোয়াড ঘোষণা করেন দলের কোচ হেডকোচ ইগর স্টিমাচ। যেখানে অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি তরুণ ফুটবলারদেরও সুযোগ দিয়েছেন তিনি। যাদের মধ্যে রয়েছেন তরুণ ফরোয়ার্ড ডেভিড লালাসাঙ্গা এবং মিডফিল্ডার এডমন্ড লারিনডিকা।

নতুন কোচের নাম ঘোষণা করল কেরালা, কার হাতে উঠল দায়িত্ব?

উল্লেখ্য, এবারের এই ফুটবল সিজনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন ডেভিড লালাসাঙ্গা। কলকাতা লিগ থেকে শুরু করে ডুরান্ড কাপ হোক কিংবা আই লিগ। একের পর এক গোল করে দলকে জয়ের সরনীতে এনে দিয়েছিলেন তিনি। যারফলে, অতি সহজেই এবারের এই ডুরান্ড কাপের সোনার বুট জয় করেন তিনি।

‘টপ গোলস্কোরার’কে বিদায় জানাল ISL ক্লাব

তবে নতুন মরশুমে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে এই ফুটবলারকে। আইলিগে তার পারফরম্যান্স সহজেই সুযোগ করে দিয়েছে জাতীয় দলে। এছাড়াও এবার দলে সুযোগ পেয়েছেন ইন্টারকাশির দাপুটে ফুটবলার এডমন্ড লারিনডিকা। এই সিজনে আইলিগে মোট ২৪টি অ্যাপিয়ারেন্সে ৪টি গোল এবং ৮টি অ্যাসিস্ট থেকেছে এই ফুটবলারের। অর্থাৎ ১২টি গোলের কন্ট্রিবিউশনে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই তারকার। এবার জাতীয় দলের জার্সিতে আদৌ কতটা সফল হতে পারেন এই ফুটবলার সেদিকেই নজর থাকবে সকলের।