East Bengal: ব্রাইটের কথা মনে করালেন ইস্টবেঙ্গল ট্রায়ালে আসা নতুন বিদেশি

ব্রাইট এনোবাখারের ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা এখনও ভুলতে পারেননি। পায়ের ওই কাজ দেখার পর ব্রাইটকে ভোলা ভারতের কোনো ফুটবল সমর্থকের খুব তাড়াতাড়ি ভোলার কথা নয়।…

Darius Snorton Perwood, Bright Enobakhare

short-samachar

ব্রাইট এনোবাখারের ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা এখনও ভুলতে পারেননি। পায়ের ওই কাজ দেখার পর ব্রাইটকে ভোলা ভারতের কোনো ফুটবল সমর্থকের খুব তাড়াতাড়ি ভোলার কথা নয়। এখনও মাঝে মধ্যে ব্রাইট এনোবাখারেকে দলের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়ে থাকেন ইস্টবেঙ্গল সমর্থকরা। সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের ট্রায়ালে এসেছেন এক বিদেশি ফুটবলার। তাঁর খেলা দেখে ব্রাইট এনোবাখারের কথা মনে পড়ে যেতে পারে।

   

Darius Snorton Perwood এসেছেন ইস্টবেঙ্গলের ট্রায়ালে। তরুণ এই ফুটবলার। বায়োডাটা চোখ ধাঁধানো নয়। ব্রাইটেরও ছিল না। দারিউস এখনও পর্যন্ত বল পায়ে যতটা নড়াচড়া করেছেন সেটা একেবারে হেলাফেলার যোগ্য নয়। উইং বরাবর দৌড় রয়েছে। কাট করে প্রতিপক্ষের বক্সে ঢুকে গোল করার দক্ষতা রয়েছে। তার থেকেও বড় গুণ হয়তো, পায়ে বল পাওয়ার জন্য মরীয়া ভাব রয়েছে লাইবেরিয়ার Darius Snorton Perwood এর।

দারিউসের খেলার ধরণ এনোবাখারের কথা মনে করাতে পারে। এনোবাখারে উইং বরাবর দৌড় ও ড্রিবল করে অনেকের মন জয় করেছিলেন। Darius Snorton Perwood এর খেলার বেশ কিছু ভিডিও YouTube এ রয়েছে। সেখানে তাঁর স্কিলের ঝলক চোখে পড়বে। একজন উইঙ্গারের মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো দারিউসের খেলার মধ্যে রয়েছে।

Darius Snorton আগে নামকরা কোনো ক্লাবে খেলেননি। ইস্টবেঙ্গলের হয়ে খেলার সুযোগ পেলে সেটা হবে তাঁর কাছে বড় ব্যাপার। বড় কলসি জার্সিতে সবাই প্রত্যাশা মতো খেলেতে পারেন না। লাইবেরিয়ার দারিউস পারবেন? বয়স কম, সম্ভাবনা বেশি।