ISL : ড‍্যানিয়াল চিমা চুকুর চুক্তির মেয়াদ বাড়ালো জামশেদপুর এফসি

Daniel Chima

ISL : আরও দুই বছরের জন্য ক্লাবের নাইজেরিয়ার ফুটবলার ড‍্যানিয়াল চিমা চুকুর সাথে চুক্তি বাড়ালো জামশেদপুর এফসি।গত মরশুম ক্লাবের লিগ শিল্ড উইনার্স হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।গত মরশুমে সাতটা গোল করার পাশাপাশি একটি গোল করিয়েছিলেন তিনি।

গত মরশুমে টানা সাতটা ম‍্যাচ জিতে লিগ শিল্ড উইনার্স হয়েছিলো জামশেদপুর।নিঃসন্দেহে চিমাচুকু’কে দলে নেওয়ায় জামশেদপুরের আক্রমণ ভাগ আরো ধারালো হয়ে উঠলো।

   

” ক্লাবের সাথে চুক্তি বাড়িয়ে আমি দারুণ আনন্দিত।গত বছর বাবলে থেকে খেলেছিলাম, এবার জামশেদপুরে দর্শকদের মাঝে খেলার সুযোগ করে নিতে পেরে দুর্দান্ত লাগছে।এই ক্লাবে যোগদান করার সিদ্ধান্ত’টা ভালো ছিলো,এবার সই করে মনে হচ্ছে ফের বাড়ি ফিরলাম।

দুর্দান্ত পরিকাঠামো, দারুন সাপোর্ট স্টাফ এবং সতীর্থ আছে এই ক্লাবের।আমাদের শুধুমাত্র জেতার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।আমার তর সইছে না ক্লাবে যোগ দেওয়ার।” – বললেন জামশেদপুর এফসি’র ইতিহাসে দ্রুততম গোলদাতা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন