Daniel Chima Chukwu: ইস্টবেঙ্গল বাতিল চিমাকে নিয়ে বড় আপডেট

গত মরসুমের তুলনায় জামশেদপুর এফসির (Jamshedpur FC) স্কোয়াডে আমূল বদল আনা হয়েছে। বদলে ফেলা হয়েছে অধিকাংশ বিদেশি ফুটবলারকে। তবে স্কোয়াডে নিজের জায়গা বজায় ধরে রেখেছেন Daniel Chima Chukwu।

daniel chima chukwu

গত মরসুমের তুলনায় জামশেদপুর এফসির (Jamshedpur FC) স্কোয়াডে আমূল বদল আনা হয়েছে। বদলে ফেলা হয়েছে অধিকাংশ বিদেশি ফুটবলারকে। তবে স্কোয়াডে নিজের জায়গা বজায় ধরে রেখেছেন Daniel Chima Chukwu। তাকে নিয়ে পাওয়া গিয়েছে আপডেট।

Daniel Chima Chukwu জামশেদপুর ফুটবল ক্লাবের অন্যতম ধারাবাহিক বিদেশি ফুটবলার। ইন্ডিয়ান সুপার লীগের নতুন মরসুমে তিনি কোন ক্লাবের হয়ে খেলবেন সে ব্যাপারে ফুটবল প্রেমীদের মধ্যে কৌতূহল তুঙ্গে ছিল। ইতিপূর্বে জানা গিয়েছিল যে ক্লাবের সঙ্গে তার সম্পর্ক আরো দীর্ঘ হচ্ছে। এরপরের প্রশ্ন ছিল চিমা তাহলে কবে জামশেদপুর আসছেন? চিমা এসে গিয়েছেন। ভারতের ইস্পাত নগরীতে চিমা পা রেখেছেন বলে জানা গিয়েছে।

চিমাকে অনেক প্রত্যাশার সঙ্গে ইন্ডিয়ান সুপার লীগে নিয়ে এসেছিলে ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু লাল হলুদ জার্সি পরে হয়েছিলেন চূড়ান্ত ব্যর্থ। প্রতিপক্ষের গোলের সামনে থেকে উড়িয়ে দিয়েছিলেন বল। চিমার খারাপ পার্ফরম্যান্স সত্ত্বেও তার ওপর ভরসা করেছিল জামশেদপুর এফসি। মান রেখেছেন নাইজেরিয়ান এই ফুটবলার। ইতিমধ্যে বেশ কিছু গোল করেছেন। ক্লাবের হয়ে জিতেছেন শিল্ড।

Advertisements

এবারের দল বদলের বাজারে অনেক ঘটনা ঘটেছে। তুলনায় কিছুটা নিষ্প্রভ দেখিয়েছে জামশেদপুর ফুটবল ক্লাবকে। অনেকের ধারণা, ইন্ডিয়ান সুপার লীগের অন্যান্য ক্লাবের তুলনায় তাদের স্কোয়াড বেশ দুর্বল। চিমা দলের সিনিয়র ফুটবলার। স্কোয়াডের ক্ষমতা বোঝা যাবে মাঠে নামার পর। তবে চিমাকে যে এবার বাড়তি দায়িত্ব নিতে হবে সেটা বলাই বাহুল্য।