HomeSports NewsATK Mohun Bagan: সবুজ-মেরুনে আসছেন এমি মার্টিনেজ, বিশেষ পরিকল্পনা বাগান কর্তাদের

ATK Mohun Bagan: সবুজ-মেরুনে আসছেন এমি মার্টিনেজ, বিশেষ পরিকল্পনা বাগান কর্তাদের

- Advertisement -

বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে ভারতে আসতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ (Damián Emiliano Martínez)। কিন্তু কবে এবং কোথায় আসতে পারেন, তা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা।

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সেই নিয়ে বিশেষ বিবৃতি জারি করা হয় মোহনবাগানের (ATK Mohun Bagan) তরফে। সেই অনুযায়ী আগামী ৪ঠা জুলাই সবুজ-মেরুন তাঁবুতে আসতে চলেছেন এই বিশ্বজয়ী গোলরক্ষক। যা দেখে উচ্ছসিত আপামর বাগান সমর্থকবৃন্দ।

   

পূর্বে সবুজ-মেরুন তাঁবুতে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে মারাদোনা, ভালদেরামা ও অলিভারকানের মতো তারকারা। এবার গত বিশ্বকাপ জয়ী কে হাতের নাগালে পেতে চলেছে শহরবাসী। উল্লেখ্য, এর আগে শহরে এসে ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলে গেছেন ব্রাজিলিয়ান তারকা পেলে ও জার্মান তারকা অলিভারকান। সেই ধারা কি এবার বজায় রাখবেন মার্টিনেজ? যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো কিছু জানানো হয়নি মোহনবাগান সুপারজায়ান্টসের তরফে।

তবে মার্টিনেজের আসার উপলক্ষে যে বেশকিছু পরিকল্পনা নেওয়ার কথা তাদের তরফে ভাবা হয়েছে তা কিন্তু বলাই চলে। তবে কি কি পরিকল্পনা করা হয়েছে তা এখনি জানাতে নারাজ ক্লাব কর্তারা। তবে বাগান সচিব দেবাশীষ দত্তের কথায়, “তিনি শুধু ঘুড়তে আসবেন না। বেশ কিছু জিনিস আমরা তাঁকে দিয়ে করাবো”। কিন্তু কি করানো হবে তা জানার অপেক্ষায় সকলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular