এই সার্বিয়ান উইঙ্গারের দিকে নজর সাইপ্রাসের ক্লাবের

গতবারের মত এবার ও সাফল্যের সরণিতে নিজেদের ধরে রেখেছে এফসি গোয়া। শেষ মরসুমে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে চূড়ান্ত সাফল্য না আসলেও খেতাব জয়ের…

Serbian Star Dejan Drazic

গতবারের মত এবার ও সাফল্যের সরণিতে নিজেদের ধরে রেখেছে এফসি গোয়া। শেষ মরসুমে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে চূড়ান্ত সাফল্য না আসলেও খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল মানোলো মার্কেজের ছেলেরা। পরবর্তীতে শক্তিশালী জামশেদপুর এফসিকে হেলায় হারিয়ে তাঁরা জয় করেছিল কলিঙ্গ সুপার কাপ। যারফলে এবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেয়েছিল দেশের প্রথম সারির এই ফুটবল দল। সেখানে জয় না আসলেও নজরকাড়া পারফরম্যান্স ছিল ভারতের এই দলের। তবে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট পুনরায় জয় করার চ্যালেঞ্জ ছিল সকলের। সেটাই বজায় থেকেছে।

Advertisements

কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল দলকে হারিয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে গোয়া। যেটা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। এই ধারা বজায় রাখারই লক্ষ্য ছিল দলের সকল ফুটবলারদের। কিন্তু শেষ কয়েক মাস ধরে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ছিল আইএসএল। যারফলে এই দলের হয়ে খেলা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছিল বিদেশি ফুটবলারদের মধ্যে। এমন পরিস্থিতিতে দল ছেড়েছেন জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে বোরহা হেরেরার মতো ভরসাযোগ্য ফুটবলাররা। তাঁদের অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সে। কিন্তু সেখানেই শেষ নয়।

   

পরবর্তীতে ডেভিড টিমোর‌ সহ ইকের গ্যারেক্সোনাদের মতো ফুটবলারদের ও বিদায় জানিয়ে দিয়েছে মানোলোর ফুটবল ক্লাব। আসলে নিজেদের ক্ষতির পরিমাণ কমাতে এবার একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের রিলিজ করতে বাধ্য হয়েছে ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাদের দলে আনা হয় সেদিকে অবশ্যই নজর থাকবে প্রত্যেকের। কিন্তু এবার দল বদলের বাজারে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এবার আইএসএলের এই দল ছাড়তে পারেন আরেক বিদেশি ফুটবলার। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে দেজান ড্রাজিচের (Dejan Drazic) নাম।

হিসাব অনুযায়ী দেখলে আগামী ৩১মে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে গোয়া শিবিরের। বিশেষ সূত্র মারফত খবর, এবার নাকি তাঁকে দলে টানতে অনেকটাই এগিয়ে রয়েছে সাইপ্রাসের ফুটবল ক্লাব অ্যানোরথোসিস ফামাগুস্তা। শেষ পর্যন্ত তিনি এই দলে যুক্ত হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।

Advertisements