ফের আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় (Cyclone Update)। আগামী ১০ তারিখে ওড়িশায় হানা দিতে পারে অশনি (Cyclone Asani)। সতর্ক প্রশাসন। কোনওরকম ঝুঁকি না নিয়ে ছয়টি ম্যাচের ক্রীড়া সূচি বদল করেছে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা।
Advertisements
চলছে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL)। ওড়িশায় সপ্তম পর্বের বেশ কিছু ম্যাচ হওয়ার কথা ছিল। ঝড়ের আশঙ্কার কারণে ম্যাচগুলোর সময় সূচিতে বদল নিয়ে আসা হয়েছে।
শনিবার সর্বভারতীয় সংবাদ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে যে ছয়টি ম্যাচের দিন এগিয়ে দেওয়া হয়েছে। ম্যাচগুলো খেলা হবে যথাক্রমে মে মাসের ৮ ও ৯ তারিখে।
নতুন করে নির্ধারিত ক্রীড়া সূচি:-
৮ মে
- মাতা রুক্মিণী বনাম আরা এফসি, ক্যাপিটাল গ্রাউন্ড, বিকেল সাড়ে ৩ টে।
- পিফা স্পোর্টস বনাম সেথু এফসি, সপ্তম ব্যাটেলিয়ন গ্রাউন্ড, বিকেল সাড়ে ৩ টে।
- স্পোর্টস ওড়িশা বনাম ওড়িশা পুলিশ, কলিঙ্গ স্টেডিয়াম, সন্ধ্যে সাড়ে ৭ টা।
৯ মে
- গোকুলাম কেরালা বনাম ইন্ডিয়ান অ্যারোজ, ক্যাপিটাল গ্রাউন্ড, বিকেল সাড়ে ৩ টে।
- শীরভিদেম এফসি বনাম এসএসবি, সপ্তম ব্যাটেলিয়ন গ্রাউন্ড, বিকেল সাড়ে ৩ টে।
- হ্যান্স উইমেন বনাম কিকাস্টার্ট এফসি, কলিঙ্গ স্টেডিয়াম, সন্ধ্যা সাড়ে ৭ টে।