CWG 2022 : ভারতের বিরুদ্ধে মাঠে করোনা পজিটিভ ক্রিকেটার

Tahlia McGrath

CWG 2022 : একদিকে সোনার চমক, অন্য দিকে করোনার চোখরাঙানি। হার মানল করোনা বিধি। ক্রিকেটার করোনা আক্রান্ত জেনেও খেলার অনুমতি দেওয়া হল। ভারতের বিরুদ্ধে খেলছেন করোনা পজিটিভ এক ক্রিকেটার।

Advertisements

তহলিয়া ম্যাকগ্রাথ করোনা আক্রান্ত। ম্যাচ শুরু হওয়ার আগে টের পেয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার হালকা লক্ষণও ছিল। তারপরেও খেলার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, কোচ-টিম ম্যানেজমেন্ট নিজেদের মধ্যে আলোচনা করার পরেই তহলিয়াকে খেলার অনুমতি দিয়েছেন। এই খবর জানার পর শোরগোল পড়েছে ক্রীড়া প্রেমীদের মধ্যে।

অতিমারি ঠেকাতে খেলার মাঠে চেষ্টার ত্রুটি ছিল না। করোনা আবহে খেলার জন্য তৈরি হয়েছিল জৈব বলয়। কঠিন নিয়মের মধ্যে থাকতে হয়েছে খেলোয়াড়দের। বর্তমানে ফের বাড়তে শুরু করেছে ভাইরাসের দাপট। অতিমারির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে কড়া হাতে পরিস্থিতি সামাল দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। কোভিড ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলার অনুমতি দেওয়া হয়নি নোভাক জোকোভিচকে। এতো কিছুর পরেও তহলিয়া কীভাবে অনুমতি পেলেন, সেটাই বিস্ময় জাগাচ্ছে অনেকের মনে।

Advertisements

চলতি কমনওয়েলথ গেমসে রয়েছে মহিলা ক্রিকেট। রবিবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। এজবস্টনের মাঠে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ১৬১/৮ করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ভারতের দরকার ১৬২ রান। বিতর্কিত অজি ক্রিকেটার মাত্র দুই রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন। খেলেছিলেন মাত্র চার বল।