আগামী মরসুমের আইপিএল (IPL 2026) নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি। বছরের শেষেই ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। তার আগেই দলের কাঠামো মজবুত করতে চাইছে চেন্নাই সুপার কিংস (CSK)। তবে চলতি সপ্তাহে একটি প্রতিবেদন ঘিরে উত্তাল হয়ে উঠেছে ক্রিকেট মহল। সেই রিপোর্টে দাবি করা হয়, স্যাম কারেন, ডেভন কনওয়ে সহ মোট পাঁচজন ক্রিকেটারকে ছাড়তে চলেছে চেন্নাই।
এই খবরে স্বভাবতই চমকে গিয়েছিলেন ভক্তরা। বিশেষ করে স্যাম কারেন এবং ডেভন কনওয়ের মতো তারকা ক্রিকেটারদের নাম শুনে অবাক হন সকলে। এই দু’জনেরই অতীতে আইপিএলে ম্যাচ জেতানো পারফরম্যান্সের নজির রয়েছে। তবে ২০২৫ আইপিএল সিজনে চূড়ান্ত ব্যর্থতায় ভুগেছিল CSK। লিগ তালিকার একেবারে তলানিতে শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির পুরনো দল।
গত মরসুমে মাত্র ৬টি ম্যাচ খেলে কনওয়ে করেছিলেন ১৫৬ রান। অপরদিকে, স্যাম কারেন খেলেছিলেন ৫টি ম্যাচ, রান করেছিলেন ১১৪ এবং বল হাতে মাত্র ১টি উইকেট পেয়েছিলেন। এই পারফরম্যান্সের পরই শোনা যায়, আগামী বছর তরুণ মুখদের নিয়ে দল গড়তে চাইছে চেন্নাই। এই পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিলে প্রায় ২৫ কোটি টাকা বাড়বে তাদের পার্সে, যা নিলামে বড় চুক্তির জন্য সহায়ক হতে পারে।
রিপোর্ট প্রকাশ্যে আসতেই জল্পনা চরমে ওঠে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা, ট্রেন্ড করতে থাকে #SamCurran ও #DevonConway। ভক্তরা প্রশ্ন তোলেন, এত বড় তারকাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কি যুক্তিসঙ্গত?
এর মধ্যেই চেন্নাই সুপার কিংস এক ব্যতিক্রমী কৌশল নেয়। নিজেরা সরাসরি কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ার ‘এক্স’ (X) হ্যান্ডলে নিজেদের বায়ো পরিবর্তন করে লিখে দেয়— “Nothing official till you see it here”, অর্থাৎ “এখানে না দেখলে কিছু বিশ্বাস করবেন না।” এর আগেই আরও একটি পোস্টে তারা মজার ছলে লেখে, “Don’t worry, we’ve updated the bio”।
এই কৌশলী বার্তার মাধ্যমে একপ্রকার জল্পনায় জল ঢালতে চেয়েছে CSK। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ধরনের গুঞ্জনের মোকাবিলায় চেন্নাইয়ের সংযত ও কৌশলী পদক্ষেপ তাদের মাঠের মতোই ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার পরিচয় দেয়।
তবে এই মজাদার সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়ার মধ্যেও একথা অস্বীকার করা যাচ্ছে না যে, দলের পুনর্গঠনের ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে CSK ম্যানেজমেন্ট। আর অশ্বিনের IPL অবসর ঘোষণার পর তাদের পার্সে আরও ৯.৭৫ কোটি টাকা যুক্ত হয়েছে, যা ইঙ্গিত দেয় বড়সড় পরিবর্তনের সম্ভাবনার।
সব মিলিয়ে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে যেহেতু প্রত্যেক দলকে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে, তাই সেদিনই স্পষ্ট হবে এই পাঁচ ক্রিকেটারের ভবিষ্যৎ। সত্যিই কি কারেন-কনওয়ের বিদায় ঘটতে চলেছে? না কি এটাও শুধুই গুজব? আপাতত অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।