কম ওজনের ব্যাট নিয়ে এবার মাঠে নামবেন ‘ক্যাপ্টেন কুল’

আইপিএল (IPL) শুরু হতে আর একমাসও বাকি নেই। কিন্তু ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত বছর ৪৩ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তবে এবার তিনি তাঁর…

আইপিএল (IPL) শুরু হতে আর একমাসও বাকি নেই। কিন্তু ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত বছর ৪৩ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তবে এবার তিনি তাঁর ব্যাট নিয়ে কিছু পরিবর্তন করতে চলেছেন। শোনা যাচ্ছে এবারের আইপিএলে ধোনি কিছুটা কম ওজনের ব্যাট ব্যবহার করবেন।

সূত্রের খবর ধোনি এবারে মিরাটের একটি বিখ্যাত ব্যাট প্রস্তুতকারক সংস্থার থেকে চারটি ব্যাট নিয়েছেন যার প্রত্যেকটির ওজন ১,২৩০ গ্রাম। তবে ব্যাটের আকারে কোনো পরিবর্তন আনা হচ্ছে না কেবল ওজন কিছুটা কমানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ধোনির প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না। তিনি জানিয়েছেন ধোনি এবারে কম ওজনের ব্যাট ব্যবহার করবেন।

   

মাহি তার ক্যারিয়ারের প্রথম থেকেই ভারী ব্যাট ব্যবহার করতেন এবং তার শক্তিশালী শটের রহস্য ছিল সেই ভারী ব্যাটে। তবে এবার কম ওজনের ব্যাটে খেলার সিদ্ধান্ত নিয়ে ধোনি তার খেলার ধারায় কিছু পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও সবার কাছেই একটাই প্রশ্ন— কম ওজনের ব্যাট ব্যবহার করলেও কি তার মারকাটারি শটগুলি একই থাকবে?

এখনো পর্যন্ত জানা যাচ্ছে না ধোনি চেন্নাই সুপার কিংসের অনুশীলনে কবে যোগ দেবেন। ফেব্রুয়ারির শেষের দিকে তার আসার সম্ভাবনা ছিল, তবে এখনও পর্যন্ত তার নির্দিষ্ট সূচি প্রকাশ করা হয়নি। তবে একটা বিষয় নিশ্চিত ব্যাটের ওজন কম হলেও ধোনির ম্যাজিক অটুট থাকবে।