Sunday, December 7, 2025
HomeSports News৩ ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে CSK, সবকটা নামই চমকে দেওয়ার মতো

৩ ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে CSK, সবকটা নামই চমকে দেওয়ার মতো

- Advertisement -

আইপিএল ২০২৫ (IPL 2025)-এর আগে মেগা নিলাম। প্রত্যেক দলে বড়সড় বদল হওয়ার আশায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। দল বদল করতে পারেন একাধিক নামী খেলোয়াড়। দলবদলের জল্পনার থাকা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, লখনউ সুপার জায়ান্টসের লোকেশ রাহুল এবং দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থের নামও। চেন্নাই সুপার কিংস (CSK) নিলামের টেবিলে ঝড় তুলতে পারে। যে কোনও পরিস্থিতিতে একাধিক নামী ক্রিকেটারকে চূড়ান্ত করতে চাইবে চেন্নাই সুপার কিংস। তবে এটাও দেখতে হবে ফ্র্যাঞ্চাইজি কাকে রিলিজ করার সিদ্ধান্ত নেয়। তবে রিটেইন কিংবা রিলিজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।

রিলিজ করে দেওয়া হতে পারে লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক লোকেশ রাহুলকে। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা অবশ্য এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। গত মরশুমে দলের পারফরম্যান্সে হতাশ হয়েছিলেন গোয়েঙ্কা। তাই রাহুলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

   

লোকেশ রাহুল

লখনউকে রাহুল রিলিজ করে দিলে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টায় থাকতে পারে চেন্নাই সুপার কিংস। রাহুল দলে থাকলে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং নিয়েও দলের সমস্যা অনেকাংশে মিটবে।

ঋষভ পন্থ

উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে ছেড়ে দিতে পারে দিল্লি ক্যাপিটালস। তাঁকে ছেড়ে দিলে নিলামে চেক বুক তৈরি রাখতে পারে সিএসকে। ধোনির পর একজন ভাল মানের উইকেটকিপার ব্যাটসম্যানের খোঁজে থাকবে দল। রাহুলের মতো পন্থও ভাল বিকল্প হয়ে উঠতে পারেন। পন্থ তরুণ এবং এখনও পর্যন্ত সীমিত ওভারের ক্রিকেটে ভাল পারফর্ম করে দেখিয়েছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও তাঁর মধ্যে রয়েছে।

রোহিত শর্মা

এবার সবচেয়ে আলোচিত হতে চলেছেন রোহিত শর্মা। রোহিতকে গত মরশুমে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এখন তিনি দল ছাড়তে পারেন বলে ক্রিকেট প্রেমীদের একাংশের মধ্যে জল্পনা জারি রয়েছে। রোহিত নিলামে এলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে উঠতে পারেন। সব দলই হয়তো রোহিতকে নিজেদের স্কোয়াডের সঙ্গে যুক্ত করতে চাইবে। চেন্নাই সুপার কিংসও তাঁকে দোলে নেওয়ার দৌড়ে থাকতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular