CFL: আগামী ৭ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল, কারা প্রতিপক্ষ?

এবারের কলকাতা লিগের (CFL) শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। প্রথম ম্যাচে কিছুটা হতাশাজনক পারফরম্যান্স থাকলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে দল

East Bengal's next CFL

short-samachar

এবারের কলকাতা লিগের (CFL) শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। প্রথম ম্যাচে কিছুটা হতাশাজনক পারফরম্যান্স থাকলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে দল। দ্বিতীয় ম্যাচে ওয়েস্টবেঙ্গল পুলিশ দলের বিপক্ষে যে জয়যাত্রা শুরু হয়েছিল তা বজায় রয়েছে এখোনো।

   

পরবর্তীতে খিদিরপুর থেকে শুরু করে ইস্টার্ন রেল ও রেলওয়ে এফসির মতো দলগুলির বিপক্ষে সহজ জয় তুলে নিতে থাকে ইস্টবেঙ্গল। তারপর উয়াড়ি অ্যাথলেটিক থেকে জয় ছিনিয়ে নিয়ে শেষ ম্যাচে কলকাতা কাস্টমস দলের বিপক্ষে ও জয় তুলে নেয় মশাল ব্রিগেড। তবে এবার প্রিমিয়ার ডিভিশন লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে লাল-হলুদ।

নয়া ঘোষণা অনুসারে আগামী ৭ই সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগের শেষ ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জর্জ টেলিগ্রাফ ফুটবল দল। ডুরান্ড কাপের হতাশা কাটিয়ে এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

উল্লেখ্য, এবারের এই কলকাতা লিগে এখনো পর্যন্ত অপরাজিত বিনো জর্জের ছেলেরা। যারফলে, গত কয়েক ম্যাচ আগেই সুপার সিক্সের টিকিট নিশ্চিত করে ফেলেছে তাদের দল। এবার গ্রুপের শেষ প্রতিপক্ষের সঙ্গে লড়াই।