রুদ্ধশ্বাস ম্যাচে মরক্কোকে হারিয়ে কাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া

আরও একবার হারতে হল মরক্কোকে। শনিবার ফিফা বিশ্বকাপের (World Cup) তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারাল আফ্রিকার দেশ মরক্কোকে। ম্যাচের ৭ মিনিটে এগিয়ে…

Croatia in third place in Qatar World Cup

short-samachar

আরও একবার হারতে হল মরক্কোকে। শনিবার ফিফা বিশ্বকাপের (World Cup) তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারাল আফ্রিকার দেশ মরক্কোকে। ম্যাচের ৭ মিনিটে এগিয়ে গিয়েছিল জোসকো গাভারিদল। দু’মিনিটের মধ্যেই আচরাফ ডারির গোলে সমতায় ফেরে মরক্কো।

   

এরপর ম্যাচের ৪২ মিনিটে মিসলাভ ওরসিচের গোলে ২-১ এগিয়ে যায় ক্রোটরা। সেই শেষ। অনেক চেষ্টা করেও আর সমতা ফিরতে পারেনি মরক্কো।
২০১৮ বিশ্বকাপে রানার্স হওয়ার চার বছর পর তৃতীয় হয়ে ক্রোটরা বোঝালো আন্তর্জাতিক ফুটবলে তারা কতটা ধারাবাহিক। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয় হয়েছিল ক্রোটরা। সেবার ডাভর সুকেরের ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছিল ডাচদের।

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ০-৩ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া। আর মরক্কোকে ২-০ গোলে হারায় ফ্রান্স। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে ওঠে মরক্কো। বেলজিয়াম, স্পেন, পর্তুগালকে হারিয়ে চমকে দেয় মরক্কো। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া হারায় ব্রাজিলকে।